• সোলার প্যানেল বসানোর টোপ দেড় টাকা কোটি খোয়ালেন ব্যবসায়ী, অসম থেকে গ্রেপ্তার অভিযুক্ত
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসমে সোলার প্যানেল বসানোর টোপ গিলে প্রায় দেড় কোটি টাকা খোয়ালেন বড়তলা থানা এলাকার এক ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রণীত গগৈ নামে এক অভিযুক্তকে গৌহাটি থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে কলকাতায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়তলা এলাকার এই কোম্পানি বিভিন্ন রাজ্যে সোলার প্যানেল বসানোর কাজ করে। সেই সূত্রে অসমের একজনের সঙ্গে ব্যবসায়ীর যোগাযোগ হয় ২০২৩ সালে। সে জানায় অসমের বিভিন্ন জায়গায় সোলার প্যানেল বসবে। এরজন্য লোক খোঁজা হচ্ছে। ব্যবসায়ী সোলার প্যানেল বসানোর কাজ করেন শুনে তাঁকে এই কাজের জন্য প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হলে চুক্তি হয় দুপক্ষের মধ্যে। এরপর কোম্পানির লোকজন অসমে যান কোথায় এই সোলার প্যানেল বসানো হবে দেখে আসতে।  কাজ পাইয়ে দেওয়া হবে বলে তাঁর কাছ থেকে দফায় দফায় এক কোটি ৪২ টাকা নেয়  অভিযুক্ত। তারপরও ব্যবসায়ী কাজ পাননি।  বারাবর ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলেও উত্তর পাননি। প্রতারণার শিকার হয়েছেন বুঝেই ২০২৫ সালের আগস্ট মাসে অভিযোগ করেন বড়তলা থানায়।তদন্তে নেমে পুলিশ ওই ব্যবসায়ী যে টাকা দিয়েছিলেন তার নথি জোগাড় করে। দেখা যায় ব্যাংকের মাধ্যমে টাকার লেনদেন হয়েছে। টাকার অঙ্ক এক কোটি ৪২ লক্ষ টাকা। যে অ্যাকাউন্টে টাকা গিয়েছিল তার ডিটেইলস বের করে অফিসাররা জানতে পারেন, এটি খোলা হয়েছে প্রণীত গগৈ নামে এক ব্যক্তির নামে। সমস্ত তথ্য হাতে আসার পরই বড়তলা থানার একটি টিম রওনা দেয় গৌহাটিতে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় প্রণীতকে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, তারা সোলার প্যানেলের কাজ দেওয়া হবে বলে একটি প্রতারণা চক্র চলছে। অনেকেই তাদের পাল্লায় পড়ে প্রতারিত হয়েছেন। অভিযুক্তকে কলকাতায় নিয়ে এসে চক্রে কারা কারা জড়িত জানতে চান তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)