• ইউটিউব দেখে তুবড়ি বানানোর চেষ্টা, ভয়ানক বিস্ফোরণ কসবায়, জখম স্বামী, অল্পের জন্য রক্ষা পেলেন স্ত্রী
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়িতে তুবড়ি বানাব, স্ত্রীকে নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন স্বামী। স্ত্রী ইউটিউব দেখে তুবড়ি তৈরির পরামর্শ দিয়েছিলেন। তারপর মোবাইলের পর্দায় দেখে তৈরি শুরু করেন স্বামী। কিন্তু খোলে বারুদের মশলা ঠাসার সঠিক কায়দা তাঁর রপ্ত নেই। ফলে বানানোর সময় ভয়ানক বিস্ফোরণ। মারাত্মক জখম স্বামী। কপাল জোরে রক্ষা স্ত্রীর। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় আগুন নিয়ন্ত্রণে। শনিবার ঘটনাটি ঘটে কসবা থানা এলাকার এন কে ঘোষ রোডের বিশ্বাস পাড়ায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বর্ষবরণের রাতে। তুবড়ি জ্বালাতে চেয়েছিলেন গৃহকর্তা। কিন্তু জোগাড় করতে পারেননি। তারপর বাড়িতেই বানানোর পরিকল্পনা করে স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন। এরপর ইউটিউবে’র দ্বারস্থ। তৈরির পদ্ধতির ভিডিও দেখেন। গন্ধক, লোহাচুর ইত্যাদি উপকরণ, তুবড়ির খোল কিনে আনেন। শনিবার সকালে বারুদ রোদে দেন। তারপর দুপুরে খাওয়াদাওয়ার পর বিকেলে বসেন তুবড়ির খোলে মশলা ভরার কাজ নিয়ে। কাজ শুরু করেন। স্ত্রী সঙ্গে ছিলেন। মশলা মিশ্রণের কাজ করছিলেন স্বামী। পরীক্ষা করার জন্য একটি তুবড়িতে আগুন দেন। তৎক্ষণাৎ বিকট শব্দ। ভয়ানক বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় জানলার কাচ ভেঙে যায়। আগুনের ফুলকি উড়ে গিয়ে পড়ে বারুদের উপর। তার জেরে আগুন ধরে যায়। অচিরেই ভয়াবহ আকার নেয় আগুন। বাড়ির বিভিন্ন অংশে তা ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে ছুটে আসেন প্রতিবেশীরা। জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু প্রচুর দাহ্য বস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর ঘটনাস্থলে পৌঁছয় দমকল। প্রায় আধ ঘণ্টা লাগে আগুন নেভাতে। অগ্নিদগ্ধ অবস্থায় গৃহকর্তাকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন তিনি। তাঁর স্ত্রীও আহত। লালবাজার জানিয়েছে, কসবা থানা ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ হচ্ছে।
  • Link to this news (বর্তমান)