• মা ফ্লাইওভারে দুর্ঘটনা
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার সন্ধ্যায় মা ফ্লাইওভারে দুর্ঘটনা। সায়েন্স সিটির দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে ফ্লাইওভারে থাকা অন্য একটি চারচাকা ও বাইকেও ধাক্কা মারে। ঘটনায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক।  ঘাতক গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা এসএসকেএমে ভর্তি। ঘটনাস্থলে পৌঁছায় প্রগতি ময়দান থানার পুলিশ। স্থানীয়দের দাবি, ঘাতক গাড়ির ড্রাইভারের আঘাত না থাকলেও কথা বলার পরিস্থিতিতে ছিলেন না। সপ্তাহান্তে এই দুর্ঘটনায় সাময়িক যানজট দেখা দেয় মা ফ্লাইওভারে।
  • Link to this news (বর্তমান)