• বাংলাকে জ্বালাতে চাইছে বিজেপি, তৈরি হয়েছে নতুন গদ্দার: অভিষেক
    দৈনিক স্টেটসম্যান | ১৮ জানুয়ারি ২০২৬
  • এদিন বহরমপুর স্টেডিয়ামে অভিষেকের হেলিকপ্টার নামে। সেখান থেকে তিনি জাতীয় সড়ক সংলগ্ন মোহনা বাসস্ট্যাণ্ড এলাকায় যান। এরপর শুরু হয় রোড শো। এই রোড শো ঘিরে দেখা দেয় তৃণমূল কর্মী-সমর্থকদের উন্মাদনা। হাজার হাজার কর্মী হাতে দলের পতাকা এবং ত্রিরঙা বেলুন নিয়ে তাদের নেতাকে অভ্যর্থনা জানাতে থাকেন। শনিবার বহরমপুরে আয়োজিত এই বিশাল রণসংকল্প সভা ও রোড শো-তে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠান। দলে দলে কর্মী-সমর্থকদের ভিড়ের মাঝে তিনি মিছিল ও জনসভায় যোগ দেন।

    সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক স্পষ্ট করে বলেন, ‘ধর্মের নামে বিভাজন ঘটিয়ে বাংলার শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। এই রাজনীতি তৃণমূল কংগ্রেস কখনও করেনি এবং ভবিষ্যতেও করবে না। বিজেপি পরিকল্পিতভাবে হিন্দু-মুসলমান বিভাজনকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। বাংলার মানুষ বিভাজনের রাজনীতি মানে না, বাংলা মাথা নত করতেও জানে না।’

    বহরমপুরের মঞ্চ থেকেই নাম না করে বিজেপি নেতৃত্ব এবং বিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, ‘এই মাটিতে এক ‘নতুন গদ্দার’ তৈরি হয়েছে, যার পিছনে রয়েছে বিজেপির প্রত্যক্ষ মদত। বেলডাঙার সাম্প্রতিক অশান্তির নেপথ্যেও এই শক্তিগুলিরই হাত রয়েছে।’ সাধারণ মানুষকে সতর্ক করে তাঁর বার্তা, ‘কোনও প্ররোচনায় পা দিলে লাভ হবে বিজেপি ও এই গদ্দারদেরই।’

    বেলডাঙায় ঘটে যাওয়া অশান্তি প্রসঙ্গে অভিষেক বলেন, ‘ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবর পাওয়ার পরই তিনি একাধিক মহলের সঙ্গে কথা বলেছেন।

    এরপর ছয়ের পৃষ্ঠায়
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)