• ২৬ জানুয়ারি বঙ্গের ট্যাবলোয় সায় নয়াদিল্লির
    এই সময় | ১৮ জানুয়ারি ২০২৬
  • অরিন্দম বন্দ্যোপাধ্যায় ■ নয়াদিল্লি

    প্রাথমিক পর্যবেক্ষণে বিভিন্ন আপত্তি দেখানোর পরে শেষ পর্যন্ত প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তৈরি বাংলার ট্যাবলোকে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার৷ আগামী ২৬ জানুয়ারি দেশের ১৭টি রাজ্যের ট্যাবলো অংশগ্রহণ করবে প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রায়৷ এর মধ্যে 'বন্দেমাতরম-এর সার্ধ শতবর্ষ'–এর সঙ্গে সাযুজ্য রেখে এ বার পশ্চিমবঙ্গের ট্যাবলোর থিম রাখা হয়েছে 'স্বাধীনতা আন্দোলনে বাংলা৷'

    দিল্লিতে রাজ্য প্রশাসন সূত্রের দাবি, কেন্দ্রীয় থিমের সঙ্গে মানানসই হওয়া সত্ত্বেও বাংলার ট্যাবলোর সরকারি অনুমোদন নিয়ে টালবাহানা করেছিল প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এক্সপার্ট কমিটি৷ পরপর পাঁচটি বৈঠকের পরেও বাংলার ট্যাবলো নিয়ে বিভিন্ন খুঁটিনাটিতে আপত্তি তুলেছিলেন এক্সপার্ট কমিটির সদস্যরা৷

    সূত্রের দাবি, কেন বাংলা বন্দেমাতরম থিম না করে 'স্বাধীনতা আন্দোলনে বাংলা'-কে থিম করা হয়েছে, এই প্রশ্নও তোলা হয়৷ তাতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা জানান, পশ্চিমবঙ্গ সরকার বন্দেমাতরমকে তাদের ট্যাবলোর থিমের মধ্যেই রেখেছে, একইসঙ্গে স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকাকে তুলে ধরা হচ্ছে সামগ্রিক থিম হিসেবে৷

    বিজেপি শাসিত রাজ্য অসম, ওডিশা, রাজস্থান এবং মহারাষ্ট্রের এ বারের ট্যাবলোর থিমের সঙ্গে দেশের স্বাধীনতা বা বন্দেমাতরমের সার্ধ শতবর্ষের কোনও সম্পর্কই নেই— এই যুক্তিও দেওয়া হয়৷ সূত্রের দাবি, বঙ্গে বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের ট্যাবলোর অনুমোদন আটকে দেওয়া হলে জনমানসে বিরূপ প্রভাব পড়তে পারে, এই অঙ্ক কষেই শেষ পর্যন্ত বাংলার ট্যাবলোকে সবুজ সঙ্কেত দেখাতে বাধ্য হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের এক্সপার্ট কমিটি৷

    উল্লেখ্য, ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার মনীষী, বিপ্লবী, লেখক, কবি, সাহিত্যিকরা কী ভাবে নিরলস পরিশ্রম করেছেন, আত্মবলিদান দিয়েছেন, তার বিবরণ গোটা দেশের সামনে ট্যাবলোয় তুলে ধরতে চায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ এই মর্মেই সাজানো হয়েছে বাংলার ট্যাবলোকে৷

    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম কী ভাবে স্বাধীনতা আন্দোলনে বাংলা–সহ গোটা দেশের বিপ্লবীদের কণ্ঠে ধ্বনিত হয়েছে, তার বিস্তারিত উল্লেখ থাকছে বাংলার ট্যাবলোতেও এমনই দাবি সরকারি সূত্রের৷ একইসঙ্গে এই ট্যাবলোকে সাজানো হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপ্লবী বিনয়-বাদল-দীনেশ সহ একঝাঁক মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের ছবি ও জীবন আলেখ্য দিয়ে৷

  • Link to this news (এই সময়)