• ‘বিমানে বোমা রাখা আছে’, দিল্লি-বাগডোগরা ফ্লাইটে হুমকি চিঠিকে কেন্দ্র করে শোরগোল, জরুরি অবতরণ
    এই সময় | ১৮ জানুয়ারি ২০২৬
  • সাতসকালে বোমাতঙ্ক ইন্ডিগো উড়ানে। বোমা দিল্লি থেকে বাগডোগরাগামী বিমানের বাথরুমে মিলল টিস্যুতে লেখা হুমকি বার্তা। বোমা ফেটে বিমান উড়িয়ে দেওয়ার খবর পেতেই তড়িঘড়ি লখনৌতে জরুরি অবতরণ করে ইন্ডিগোর 6E-6650 উড়ান। তাতে ছিলেন ২৩৮ জন যাত্রী-সহ ক্রু। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থা।

    এসিপি রাজনীশ ভার্মা জানিয়েছেন,‘দিল্লি থেকে বাগডোগরাগামী ফ্লাইটের বাথরুমে একটি টিস্যু পেপারে লেখা ছিল যে, বিমানে বোমা রাখা আছে। এর পরেই বাগডোগরার বদলে লখনৌয়ে নামানো হয় বিমানটিকে। বর্তমানে ফ্লাইটটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। চলছে তল্লাশি।’

    সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার সকাল ৮.৪৬ মিনিটে এয়ার ট্রাফিকের কাছে খবর আসে যে, বাগডোগরাগামী ইন্ডিগোর 6E-6650 ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গিয়েছে। এর পরেই বিমানটিকে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৯:১৭ মিনিটে লখনৌয়ে নিরাপদে অবতরণ করে ওই ফ্লাইটটি।

    লখনৌয়ে বিমানটি অবতরণ করার পরই তাকে আইসোলেশন বে-তে পার্ক করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় নামিয়ে নিয়ে আসা হয় যাত্রীদের। বিমানটি ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। আসে বম্ব স্কোয়াডও। যাত্রীদেরও স্ক্রিনিং করা হয় বলে জানানো হয়েছে। বর্তমানে বিমানবন্দর জুড়েই চালানো হচ্ছে তল্লাশি।

  • Link to this news (এই সময়)