• বাবার বদলে দাদুর নাম, BLO-র বাড়ি ঘেরাও
    এই সময় | ১৮ জানুয়ারি ২০২৬
  • এই সময়, ডোমজুড়: ভোটার তালিকায় দাদু হয়ে গিয়েছেন বাবা। অভিযোগ, প্রায় ২০০ ভোটারের ক্ষেত্রে এই ধরনের ভুল হয়েছে। এরই প্রতিবাদে ডোমজুড়ের মহিয়াড়িতে বিএলওর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ এবং রাস্তা অবরোধ করলেন এলাকার ভোটাররা। যদিও বিএলও-র পক্ষ থেকে শুনানির মাধ্যমে ত্রুটি সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছে।

    সাঁকরাইল বিধানসভার মহিয়াড়ি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর পার্টের বাসিন্দারা শনিবার সকালে বিএলও কবিতা সাঁতরা সাহার বাড়ি ঘেরাও করে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভদেখান। পাশাপাশি, তাঁরা মহিয়াড়ি রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এলাকাবাসীর অভিযোগ, খসড়া তালিকায় তাঁদের নাম উঠেছিল।

    তা সত্ত্বেও তাঁদের শুনানির নোটিস দেওয়া হয়েছে। এলাকার প্রায় ৫০০ ভোটারের মধ্যে ২০০ ভোটারের ক্ষেত্রে বাবার নামের জায়গায় দাদুর নাম ঢুকে গিয়েছে। এর মূল কারণ,বিএলও'র ভুল হতে পারে। তাঁদের আরও অভিযোগ, শুনানির মাধ্যমে তাঁদের হেনস্থা করা হচ্ছে। এ দিকে, বিএলও কবিতা জানিয়েছেন, তিনি পরে কাজ শুরু করেছেন। কাজ করতে গিয়ে ১১০ জনের ক্ষেত্রে এই ভুল হয়ে থাকতে পারে। তবে শুনানির পরে তিনি শুধরে দেবেন।

  • Link to this news (এই সময়)