লখনউ, ১৮ জানুয়ারি: কুয়াশার দাপটে দৃশ্যমানতা কম। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা। দুর্ঘটনায় আহত হলেন একাধিক যাত্রী। ঘটনাটি ঘটেছে আজ, রবিবার সকালে উত্তরপ্রদেশের আমরোহায়। দিল্লি-লখনউ জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, আজ ভোরে ব্যাপক কুয়াশা ছিল। তখন শাহাজানপুরের কাছে লখনউ-দিল্লি জাতীয় সড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাড়িকে ধাক্কা মারে। এরপর সেটি অন্যকে ধাক্কা মারে। বাসের পাশ কাটিয়ে আসা অন্য গাড়িগুলিও দুর্ঘটনার কবলে পড়ে। একে অপরকে ধাক্কা মারে প্রায় ১০টি গাড়ি। দুর্ঘটনায় আহত হন ১২ জন। অনেকের নাক-মাথায় চোট লাগে। খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় পুলিশ ও অ্যাম্বুলেন্স। তড়িঘড়ি জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্ত অনুযায়ী মূলত কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছেন কোতোয়ালি থানার এক পুলিশ আধিকারিক। অন্যদিকে, এদিনের দুর্ঘটনার জেরে ওই জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে রাস্তার পাশে সরিয়ে দেয় পুলিশ। এরপর ফের ওই জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়।