• বোমাতঙ্ক! লখনউ এয়ারপোর্টে জরুরি অবতরণ বাগডোগরাগামী বিমানের
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি, ১৮ জানুয়ারি: দিল্লি থেকে বাগডোগরাগামী বিমানে বোমাতঙ্ক। আজ, রবিবার সকালে ইন্ডিগোর একটি বিমান দিল্লি থেকে বাগডোগরা যাচ্ছিল। তখনই বিমানে বোমা থাকার হুমকি পাওয়া যায়। এরপর কোনওরকম ঝুঁকি নেননি পাইলট। এদিন সকাল ৯টা ১৭ মিনিটে ২৩৮ জন যাত্রী ও ক্রু মেম্বারদের নিয়ে বিমানটিকে তড়িঘড়ি লখনউ এয়ারপোর্টে জরুরি অবতরণ করে। তবে যাত্রীদের মধ্যে যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেজন্য তাঁদের এই বিষয়টি প্রথমে জানানো হয়নি। তার বদলে ক্রু মেম্বারদের পক্ষ থেকে যাত্রীদের জানানো হয় যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি লখনউ নামানো হচ্ছে। এরপর এয়ারপোর্টে বিমানটি অবতরণের পরই যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।বিমানবন্দরের ফাঁকা একটি জায়গায় নিয়ে যাওয়া হয় প্লেনটিকে। সেখানে আসেন পুলিশ আধিকারিক, বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ। বিমানের সমস্ত জায়গা খুঁটিয়ে দেখার পাশাপাশি যাত্রীদের ব্যাগও ফের পরীক্ষা করা হয়। এখনও তল্লাশি অভিযান চলছে। তবে কোনওরকম বিস্ফোরক মেলার খবর এখনও পর্যন্ত জানা যায়নি। ফলে প্রাথমিকভাবে এটিকে ভুয়ো খবর বলেই মনে করা হচ্ছে। তবে কে বা কারা এই ভুয়ো খবর দিয়েছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে সমস্ত যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থা। 
  • Link to this news (বর্তমান)