• কাদাজলে তলিয়ে গেল গাড়ি, রাস্তার ধারে দাঁড়িয়ে ছেলেকে তিলে তিলে মরতে দেখলেন বাবা
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • নয়ডা, ১৮ জানুয়ারি: মর্মান্তিক দুর্ঘটনা। বাণিজ্যিক প্রকল্পের জন্য খোঁড়া ৭০ ফুট গভীর গর্তে পড়ে মৃত্যু হল যুবরাজ মেহতার (২৭)। নয়ডায় ব্যাপক কুয়াশা দেখা দিয়েছে। কমে গিয়েছে দৃশ্যমানতাও। এই অবস্থায় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন গুরুগ্রামে ডেটা সায়েন্সে কর্মরত এক যুবক। নয়ডার সেক্টর ১৫০-এর কাছে বাঁক নিতে আচমকাই ৭০ ফুট গভীর গর্তের কাদাজলে পড়ে যায় গাড়িটি। যুবরাজ গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। ওই অবস্থায় নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন তিনি।কোনওরকমে ফোন করেন বাড়ি তে। তাঁর বাবাকে বলেন, জল ভরা একটি গভীর গর্তে পড়ে গিয়েছেন তিনি, ডুবে যাচ্ছেন। তাড়াতাড়ি তাঁকে এসে বাঁচাতে বলেন। বার বার বলতে থাকেন, আমি মরতে চাই না। তবে ফোন করার পরই এসইউভি গাড়ি সমেত কাদাজলে ধীরে ধীরে তলিয়ে যেতে থাকেন যুবরাজ। অন্যদিকে, ফোন পাওয়া মাত্র ৫ মিনিটের মধ্যেই অকুস্থলে এসে হাজির হন তাঁর বাবা। সঙ্গে পুলিশ ও উদ্ধারকারী দল। কিন্তু ঘন কুয়াশা এবং গভীর গর্ত থেকে যুবরাজকে উদ্ধার করতে পারেননি তাঁরা। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকেও। কিন্তু ততক্ষণে প্রায় সব শেষ। গলার আওয়াজ ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে। পরে তা স্তব্ধ হয়ে যায়। কার্যত রাস্তার ধারে দাঁড়িয়ে ছেলেকে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেন তাঁর বাবা। পরে গাড়ি সমেত তাঁর মৃতদেহ উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, গর্তের পাশে কোনও রেলিং বা রিফ্লেক্টর ছিল না। তার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।
  • Link to this news (বর্তমান)