দুর্ঘটনার কবলে ময়নাগুড়ি থানার মহিলা কনস্টেবল, গুরুতর জখম ২ শিশুও
বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, ময়নাগুড়ি: ডিউটি যোগ দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনার কবলে পড়লেন ময়নাগুড়ি থানার মহিলা কনস্টেবল। আজ, রবিবার হওয়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুটি শিশুও। এদিন আহত তিনজনকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ওই দুই শিশুকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে দুটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ময়নাগুড়ি হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মহিলা কনস্টেবল তাপসী মন্ডল ময়নাগুড়ির সার্ক রোড হয়ে তাঁর স্কুটারে করে দুটি শিশুকে টিউশনে নিয়ে যাচ্ছিলেন। এরপর তাঁর থানায় ডিউটিতে যোগ দেওয়া কথা ছিল। তিনি ইন্দিরা মোড়ে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। ধূপগুড়ির দিকে যাওয়া একটি ট্রাকের সঙ্গে তাঁর স্কুটারের ধাক্কা লাগে। রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। এদিকে এই ঘটনার পরই ট্রাক ছেড়ে পালিয়ে যায় চালক। সিগন্যাল বুঝতে না পারার কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশের অনুমান। অন্যদিকে, তাপসীর পরিজনেরা জানিয়েছেন, দুর্ঘটনায় জখম ৪ বছরের মেয়ের এবং ১১ বছরের ছেলের আঘাত গুরুতর। চার বছরের মেয়েটির দুটি পা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। অপরদিকে, ছেলেটির মাথায় এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে জলপাইগুড়ির একটি বেসরকারি হাসপাতালে দু’জনে চিকিৎসাধীন।