সরস্বতী পুজোর আগেই শহরে উধাও শীত! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট অব্যাহত
বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঙালির ভ্যালেন্টাইন্স ডে থুড়ি সরস্বতী পুজোর আগেই শহর থেকে শীতের আমেজ বিদায়! সরস্বতী পুজো আসতে আর মাত্র ৫ দিন বাকি। তারমধ্যেই আজ, রবিবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, আগামী ২ দিনে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। গত শুক্রবারই উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার দেখা মিলেছে। এর ফলে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। বাড়ছে তাপমাত্রা। তার ফলেই শীতের আমেজ উধাও হয়ে তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ, রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন সকালে শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১.৫ ডিগ্রি কম। অন্যদিকে আজ সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৯ ডিগ্রি কম। এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনায় কুয়াশার দাপট অব্যাহত ছিল। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ এবং দুই দিনাজপুরের বেশ কিছু জায়গায় কুয়াশার সতর্কতা বহাল থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এর ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে ৫০ মিটারেরও নিচে। এমনকী আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।