• মাত্র কয়েক ঘন্টায় চুরির কিনারা করল নৈহাটি থানার পুলিশ! গ্রেপ্তার ১
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মাত্র কয়েক ঘন্টাতেই চুরির কিনারা করে ফেলল নৈহাটি থানার পুলিশ কর্মীরা। গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় হাজিনগরের বাসিন্দা সুমন মজুমদার অভিযোগ করেন, তাঁর হার্ডওয়ারের দোকানে চুরি হয়েছে। দোকন থেকে মোট চারটি মোটর পাম্প চুরি হয়ে গিয়েছে।খবর পেয়ে পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে। ওই অঞ্চলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তা দেখার পর নৈহাটি থানা সন্দেহজনক ব্যক্তিদের একটি তালিকা তৈরি করে ফেলে। এরপর আচমকা তল্লাশি অভিযান শুরু করে। আর এর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রাজনগরের শেখ রশিদুলকে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চুরি হওয়া চারটি মোটর পাম্প। আইনগত পদ্ধতি মেনে ওই চারটি পাম্পই মালিককে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)