• মহিলা বিএলও-কে মারধর মদ্যপ যুবকের, গ্রেপ্তার
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: এসআইআরের শুনানিতে কেন ডাকা হয়েছে? এই অভিযোগ তুলে বারুইপুরের শঙ্করপুর ২ নম্বর পঞ্চায়েতের মহিলা বিএলও-কে মারধরের অভিযোগ মদ্যপ যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, জখম বিএলওর নাম অনুপমা পাল। অভিযুক্ত আমিন নস্করকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। অপরদিকে, এই ঘটনার জেরে আক্রান্ত বিএলও অনুপমাদেবী মানসিকভাবে ভেঙে পড়েছেন।তিনি পু্রো বিষয়টি জানিয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন। অভিযোগ, শঙ্করপুর ২ নম্বর পঞ্চায়েতের দুর্গ এলাকায় বিএলও অনুপমাদেবী এসআইআরের কাজ করছিলেন। সেই সময় পিছন দিক থেকে এসে তাঁকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। পরে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ এলাকায় গিয়ে তাঁকে উদ্ধার করে। জখম বিএলওকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অনুপমাদেবী এই ঘটনার পরে কাজ থেকে অব্যাহতিও চেয়েছেন।  
  • Link to this news (বর্তমান)