ধান কেনার গতি বাড়াতে আরও চারটি স্থায়ী ক্রয় কেন্দ্র খুলছে খাদ্যদপ্তর
বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনি কলকাতা: চাষিদের কাছ থেকে সরকারি উদ্যোগে ধান কেনার গতি বাড়াতে আরও চারটি স্থায়ী ক্রয় কেন্দ্র খুলছে খাদ্যদপ্তর। ৬০৪টি ক্রয় কেন্দ্র ইতিমধ্যে জেলাগুলিতে চালু রয়েছে। এবার আরও চারটি চালু হবে পুরুলিয়া জেলাতে। গত বর্ষার মরশুমে পুরুলিয়া জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এর ফলে বেড়েছে ধানের উৎপাদন। তাই চাষিদের কাছ থেকে আরও বেশি পরিমাণে ধান কেনার জন্য চারটি ক্রয় কেন্দ্র খোলা হচ্ছে বলে জানা গিয়েছে। পারা, বান্দোয়ান, ঝালদা এবং সান্তুড়িতে এই কেন্দ্রগুলি চালু করা হবে। কমিউনিটি সেন্টার এবং কর্মতীর্থতে চলবে ধান কেনা। সেই মতো ওই জায়গাগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা দ্রুত করতে নির্দেশ দিয়েছে খাদ্যদপ্তর। পারা ছাড়া অন্য তিনটি জায়গায় ইতিমধ্যে একটি করে ধান ক্রয় কেন্দ্র চালু আছে। ওই তিনটি জায়গায় দ্বিতীয় ক্রয় কেন্দ্র চালু করা হচ্ছে। এই ধরনের কেন্দ্রে গিয়ে ধান বিক্রি করলে চাষিরা আর্থিকভাবে বেশি লাভবান হন। কারণ, প্রতি কুইন্টালে অতিরিক্ত ২০ টাকা করে বোনাস দেওয়া হয়। পুরুলিয়া জেলায় আরও বেশি সংখ্যক কৃষক যাতে সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন, তার জন্যই এই উদ্যোগ বলে খাদ্যদপ্তরের তরফে বলা হয়েছে।
স্থায়ী কেন্দ্র ছাড়াও অস্থায়ী শিবির খুলে ধান কেনা হচ্ছে। পুরুলিয়া সহ সব জেলাতেই চলছে এই কাজ। আপাতত ৩০ লক্ষ টনের বেশি ধান কেনা হয়েছে রাজ্যজুড়ে। খোলা বাজারের তুলনায় সরকার যে ন্যূনতম সংগ্রহ মূল্যে ধান কিনছে, তাতে চাষিরা বেশি দাম পাচ্ছেন। নতুন ধান ওঠার পর জানুয়ারি- ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের কাছে ধান বিক্রির পরিমাণ সবথেকে বেশি থাকে। এই সময়ের মধ্যে যাতে চাষিদের কাছ থেকে ধান কিনে নেওয়া যায়, সেই বিষয়টির উপরই বেশি করে জোর দিচ্ছে খাদ্যদপ্তর। কারণ, সেক্ষেত্রে ছোটো ও প্রান্তিক চাষিরা আর্থিকভাবে বেশি আয় করবেন।