নয়াদিল্লি: আগামী ১ এপ্রিল থেকে জাতীয় হাইওয়ের টোলপ্লাজায় আর নগদে টাকা দেওয়া যাবে না। শুধুমাত্র ফাস্ট্যাগ ও ইউপিআইয়ের মাধ্যমে টোল ভরা যাবে। এমনই পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। জানা গিয়েছে, যানজট সহ একাধিক সমস্যা মেটানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত। তবে এখন পর্যন্ত এবিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
সাধারণত খুচরো ও রসিদের জন্য টোল প্লাজায় লম্বা লাইন পড়ে যায়। ফলে যানজট তৈরি হয়। কেন্দ্রের দাবি, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে সংশ্লিষ্ট সমস্যা দূর করা যাবে। গাড়ির জ্বালানি ও টাকা সাশ্রয় করতে পারবেন চালক। একইসঙ্গে লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য সহজেই দেখা যাবে। প্রসঙ্গত, নগদে ফাস্ট্যাগের তুলনায় বেশি টাকা দিতে হয়।
সম্প্রতি মাল্টি লেন ফ্রি ফ্লো (এমএলএফএফ) সিস্টেম চালুর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। অর্থাৎ, টোলপ্লাজায় না দাঁড়িয়ে দিব্যি এগিয়ে যাবে গাড়ি। ইতিমধ্যে এ সংক্রান্ত প্লাইলট প্রজেক্ট চালু করেছে কেন্দ্র। দেশের ২৫টি টোল প্লাজায় চলছে পরীক্ষার কাজ।