• ৪২ বছর পর ফিরছে চিরঞ্জিত-রঞ্জিত-প্রসেনজিৎ ত্রয়ী! 'বিজয়নগরের হীরে'র ট্রেলার লঞ্চে বড় ঘোষণা 'ইন্ডাস্ট্রি'র
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৬
  • সালটা ১৯৮৪। মুক্তি পেল অঞ্জন চৌধুরী পরিচালিত ছবি 'শত্রু'। বক্স অফিসে রীতিমত সেই সময় হইচই ফেলে দিয়েছিল এই ছবি। সেখানে একত্রে দেখা গিয়েছিল বাংলা বিনোদন জগতের তিন উজ্জ্বল নক্ষত্র, চিরঞ্জিত চক্রবর্তী, রঞ্জিত মল্লিক এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কাট টু। সাল ২০২৬। বাকি দুই অভিনেতার সঙ্গে নতুন ছবি ঘোষণা করলেন 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

    'শত্রু' ছবিটির পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী এবং রঞ্জিত মল্লিক। মাঝে কেবল কেটে গিয়েছে ৪২ বছর। এত বছর পর এই ত্রয়ীকে আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে হইচই।

    রবিবার, ১৮ জানুয়ারি মুক্তি পেল এসভিএফ প্রযোজিত এবং চন্দ্রাশিস রায় পরিচালিত ছবি 'বিজয়নগরের হীরে' ছবির ট্রেলার। সেই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই এই বোমা ফাটালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানালেন তাঁর ইচ্ছে তিনি চিরঞ্জিত চক্রবর্তী এবং রঞ্জিত মল্লিকের সঙ্গে কাজ করবেন আবার।

    ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয় তিনি আর চিরঞ্জিত চক্রবর্তী আবার একসঙ্গে কাজ করবেন কিনা বা 'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির কোনও ছবিতে বর্ষীয়ান অভিনেতাকে দেখা যাবে কিনা যেহেতু এখানে কাকাবাবুর মেন্টর অথবা গুরু হিসেবে দেখানো হবে চিরঞ্জিত চক্রবর্তীকে, সেই প্রশ্নের জবাবে 'বুম্বাদা' বলেন, "হ্যাঁ, থাকতেই পারে। প্রয়োজন হলে নিশ্চয় থাকবে। তাছাড়া, এটার বাইরেও আমরা একটা ছবি করব, খুব শীঘ্রই। এটা আমার অনেকদিন ধরে ইচ্ছে, আমি দীপক দা (চিরঞ্জিত চক্রবর্তী), রঞ্জিত দা একসঙ্গে ছবি করব।" তাঁর কথার রেশ ধরেই চিরঞ্জিত চক্রবর্তীও বলেন, "হ্যাঁ, এটা অনেকদিন ধরে বলছে।"

    প্রসঙ্গত, ২৫ বছর পর 'বিজয়নগরের হীরে' ছবিতে একসঙ্গে কাজ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তী। 'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির এই চতুর্থ ছবিটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে সরস্বতী পুজো তথা নেতাজি জন্মজয়ন্তীর দিন। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তী ছাড়াও থাকবেন আরিয়ান ভৌমিক, রাজনন্দিনী পাল, শ্রেয়া ভট্টাচার্য, অনুজয় চট্টোপাধ্যায়, প্রমুখ। বক্স অফিসে এই ছবিটি মুখোমুখি হবে রাজ চক্রবর্তী পরিচালিত 'হোক কলরব' এবং অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবি দু'টোর সঙ্গে।

    চিরঞ্জিত চক্রবর্তীকে 'নিকষ ছায়া ২' সিরিজে দেখা যাবে আগামীতে। সেই সিরিজে তিনি আবারও 'ভাদুড়ী মশাই' হয়ে পর্দায় ধরা দেবেন। তাঁকে সম্প্রতি 'হাঁটি হাঁটি পা পা', 'রয়েল বেঙ্গল রহস্য' ছবিতেও দেখা গিয়েছিল। রঞ্জিত মল্লিককে দর্শক শেষবার 'স্বার্থপর' ছবিতে দেখেছিলেন কোয়েল মল্লিক এবং কৌশিক সেনের সঙ্গে।
  • Link to this news (আজকাল)