বিহার থেকে আগ্নেয়াস্ত্র ঢুকছে শিলিগুড়িতে, পিস্তল সহ গ্রেফতার এক কিশোর
আজ তক | ১৯ জানুয়ারি ২০২৬
Illegal Firearm Recovered Siliguri: ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে রাজ্যে রাজনৈতিক উত্তাপ যেন টগবগ করছে। ঠিক এই অস্থির পরিবেশেই শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে আগ্নেয়াস্ত্র সহ মাত্র ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতারের ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে। খড়িবাড়ির শিবুজোত এলাকার বাসিন্দা ওই কিশোরের গ্রেফতারের খবর ছড়াতেই এলাকা জুড়ে চরম আতঙ্ক এবং অসন্তোষ দেখা দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরটি গুজরাটের একটি প্লাইউড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত এবং সপ্তাহখানেক আগে বাড়ি ফিরে আসে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে বাড়ির পাশেই সে পিস্তল হাতে ‘প্র্যাকটিস’ করছিল। হঠাৎ এক রাউন্ড গুলির শব্দ শুনে স্থানীয়দের সন্দেহ দানা বাঁধে। মুহূর্তে খবর পৌঁছে যায় থানায়। এরপর শনিবার রাতে খড়িবাড়ি থানার পুলিশ হানা দেয় ওই বাড়িতে।
পুলিশের উপস্থিতি টের পেতেই কিশোরের এক আত্মীয় বিহারের দিকে পালিয়ে যায়। কিন্তু কিশোর অভিষেককে ঘটনাস্থলেই পাকড়াও করে পুলিশ। পরে বাড়ির চারপাশ তল্লাশি চালিয়ে কুয়োর পাশে ইটের নিচে লুকোনো একটি ওয়ান-শাটার দেশি পিস্তল উদ্ধার হয়। স্থানীয়রা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরেই কিশোরটি এলাকায় সন্দেহজনক আচরণ করছিল, যা শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করছিল।
জিজ্ঞাসাবাদে অভিষেক জানায়, বিহারের কাটিহারে থাকা এক আত্মীয়ের মাধ্যমে কিশনগঞ্জ থেকে ১২ হাজার টাকায় পিস্তলটি কিনেছিল সে। কিন্তু অস্ত্র কেনার আসল উদ্দেশ্য কী, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। পুলিশ এখন খতিয়ে দেখছে অস্ত্র চক্রের সঙ্গে তার কোনও সরাসরি যোগ আছে কি না, কিংবা এর নেপথ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে কি না। রবিবার তাকে দার্জিলিং জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে। পলাতক আত্মীয়ের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।