সিঙ্গুরে তখনও বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। সেই বক্তৃতা শেষের আগেই চাপড়া থেকে পাল্টা জবাব দিয়ে দিলেন অভিষেক। 'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার', শনিবার মালদার সভা থেকে ডাক দেন প্রধানমন্ত্রী। রবিবার সিঙ্গুরের সভাতেও সেই স্লোগান। তবে তার পাল্টা তোপ দিলেন অভিষেকও। কটাক্ষ করে বললেন, 'মোদীজি বলেছেন পাল্টানো দরকার। বাংলার মানুষকে শাস্তি দিয়ে পাল্টাতে চাইছে বিজেপি। আমি তাতে একমত। তবে পাল্টাবে বাংলা নয়, পাল্টাবে দিল্লি-গুজরাতের বহিরাগতরা।' তিনি বলেন, যারা আগে জয় শ্রীরাম বলে সভা শুরু করত, তারাই এখন জয় মা কালী ও জয় মা দুর্গা বলে সভা শুরু করছে।
রবিবার নদিয়ার চাপড়ায় তৃণমূলের রোড শো ছিল। একই দিনে সিঙ্গুরে সভা ছিল বিজেপির। মোদীর ভাষণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অভিষেক বক্তব্য রাখতে শুরু করেন। সেখান থেকেই প্রধানমন্ত্রীর নতুন স্লোগানকে কটাক্ষ করেন।
প্রসঙ্গত, শনিবার মালদার সভায় প্রধানমন্ত্রী এই 'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার' স্লোগান তোলেন। সেই স্লোগান ব্যবহার করে রাতের মধ্যেই গানও প্রকাশ করে ফেলে বিজেপি। রবিবার সকাল থেকে সিঙ্গুরের সভাস্থলে সেই গান বাজছিল। সিঙ্গুরে ভাষণ দেওয়ার সময়েও ফের মোদী ওই স্লোগান দেন। তবে তার আগেই চাপড়া থেকে পাল্টা আক্রমণ শানান অভিষেক।
নদিয়ার রোড শো থেকেই বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন তৃণমূল নেতা। তাঁর দাবি, তেহট্টের এক বিজেপি নেত্রী নর্দমা তৈরির নাম করে টাকা আত্মসাৎ করেছেন। অন্য একটি গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজের টাকার নয়ছয় হয়েছে বলেও অভিযোগ করেন।
এদিন অভিষেক জানান, কেন্দ্র প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয়নি। তবে, আগামী ১৫ দিনের মধ্যে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাঠাবে বলে জানান। সরাসরি ২০ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে আশ্বাস দেন। শেষে মোদীর স্লোগানের পাল্টা বলেন, আগেরবার যেমন বলা হয়েছিল বাংলা নিজের মেয়েকেই চায়, এ বারও বাংলা থাকবে মেয়ের কাছেই।