মোরাদাবাদ: মদ্যপান আর ইন্টারনেটের কারণেই ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষকদের রাস্তার মাঝখানে এনে গুলি করা উচিত। এমনই মন্তব্য সমাজবাদী পার্টির নেতা এসটি হাসানের। সম্প্রতি ধর্ষণ নিয়ে বিতর্কিত বক্তব্য করেন কংগ্রেস বিধায়ক ফুল সিং বারাইয়া। এবার কং নেতার সমালোচনা করতে গিয়ে ফের বিতর্ক বাঁধিয়ে বসলেন সপা নেতা।সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসান বলেন, ‘ধর্ষণের প্রধান কারণ মদ্যপান। পুরুষরা মদ্যপান করলে স্ত্রী ও মেয়ের মধ্যে তফাৎ করতে পারেন না। আমরা এই ধরনের একধিক ঘটনার সাক্ষী থেকেছি। ধর্ষকদের শাস্তি দেওয়ার জন্য আরও কড়া আইন আনতে হবে। রাস্তার মাঝখানে ওদের গুলি করা উচিত।’ ইন্টারনেটে অশ্লীল কন্টেন্ট প্রসঙ্গে সপা নেতার বক্তব্য, ‘ধর্ষণের আরও একটি অন্যতম কারণ ইন্টারনেট। সেখানে অশ্লীল কন্টেন্ট দেখার পর যুবকদের টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায়। তাই ওরা নিজেদের যৌন ইচ্ছা দমন করতে পারে না।’