এইচআইভি আক্রান্ত হয়ে মৃত্যু মায়ের, ময়নাতদন্ত করাতে একাই হাজির খুদে
বর্তমান | ১৯ জানুয়ারি ২০২৬
লখনউ: ‘আমার আর কেউ নেই। মায়ের মৃতদেহের ময়নাতদন্ত করতে হবে। শেষকৃত্য করতে হবে। দয়া করে একটু ব্যবস্থা করে দিন। আমার পরিবারে আর কেউ নেই।’ চোখের জল গাল বেয়ে পড়ছে। হাসপাতালে মর্গের সামনে দাঁড়িয়ে সমানে একই কথা বলে চলেছে আট বছরের খুদে। এইচআইভি সংক্রমণে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে মায়ের। শুক্রবার ছোট্ট কাঁধেই সমস্ত দায়ভার তুলে নিয়েছে ছেলেটি। তার কথায়, আট মাসে আগে বাবা মারা গিয়েছে। কাকারা সম্পত্তি হাতাতে ব্যস্ত। দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। তাই মায়ের মৃত্যুর খবর পেয়েও কেউ আসেনি। পরে অবশ্য পুলিশ প্রশাসনের তৎপরতায় সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। উত্তরপ্রদেশের এটাওয়ার ঘটনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আট মাস আগে এইচআইভি আক্রান্ত হয়ে ছেলেটির বাবার মৃত্যু হয়। মাও এইচআইভি পজিটিভ ছিলেন। ধীরে ধীরে আত্মীয়-স্বজনরা মুখ ফিরিয়ে নেয়। সংসারে সদস্য বলতে মা ও ছেলে। গত এক মাসে ধীরে ধীরে মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দিনপাঁচেক আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ক’দিন দিনরাত মায়ের পাশে বসেছিল ওই খুদে। মৃত্যুর সময়ও সঙ্গে ছিল। তবে ময়নাতদন্ত ও শেষকৃত্য নিয়ে সমস্যা শুরু হয়। মৃত্যুর পর পরিবারের কেউ পাশে দাঁড়ায়নি। ছেলেটিও কারও সঙ্গে যোগাযোগ করতে পারেনি। পরের দিকে হস্তক্ষেপ করে পুলিশ। বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। সবার উপস্থিতিতেই মহিলার শেষকৃত্য সম্পন্ন হয়।