আরজেডিতে রদবদল: আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব কি তেজস্বীকে?
বর্তমান | ১৯ জানুয়ারি ২০২৬
পাটনা: রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) কার্যকরী সভাপতির দায়িত্ব পেতে পারেন তেজস্বী যাদব। দলীয় সূত্রে খবর, সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের অসুস্থতার কারণেই সর্বসম্মতভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে আরজেডি। আগামী ২৫ জানুয়ারি দলের এগজিকিউটিভ কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করা হতে পারে। কার্যকরী সভাপতির পাশাপাশি দলের বাড়তি কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও তেজস্বীকে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, দায়িত্বভার নেওয়ার পরেই দলের অন্দরে বেশ কিছু রদবদল করবেন তেজস্বী। দলবিরোধী কাজের অভিযোগ ওঠা একাধিক নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ লালুপ্রসাদ যাদব। চিকিৎসকরা তাঁকে চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। এই পরিস্থিতিতে লালুর সক্রিয়তা বেশ কিছুটা কমেছে। তাঁর হয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তেজস্বী। সেই তেজস্বীকেই এবার পাকাপাকি দলের দায়িত্ব দেওয়ার কথা ভাবছে আরজেডি নেতৃত্ব। দলের এক নেতা জানিয়েছেন, দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে চান লালুপ্রসাদ।