আমেরিকা, রাশিয়া, জার্মানি, ইজরায়েল থেকে বিপুল অস্ত্রসম্ভার কিনবে ভারত
বর্তমান | ১৯ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও হামলা নিয়েও কোনও মন্তব্য করেনি ফ্রান্স। অপারেশন সিন্দুরের সময় তারা সরাসরি ভারতের পাশে দাঁড়ায়নি। পাকিস্তানের নিন্দা করে ভারতের প্রত্যাঘাতের অধিকার রয়েছে, এরকম বিবৃতিও তাদের দিতে দেখা যায়নি। বরং কূটনৈতিক ভারসাম্য রেখে বলেছিল, ভারত ও পাকিস্তানের উচিত নিয়ন্ত্রণ ও সংযম বজায় রাখা। উলটে একাধিক রাফাল যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। কিন্তু ভারত সরকার আবার ১১৪টি রাফাল ফাইটার জেট ক্রয় করার সিদ্ধান্ত নিয়ে এগচ্ছে। সাড়ে ৩ লক্ষ কোটি টাকার ‘ডিল’ হবে শীঘ্রই। কিন্তু এখানেই শেষ নয়, ২০২৬-২৭ আর্থিক বছরের মধ্যে ভারত সব মিলিয়ে অন্তত ৮ লক্ষ কোটি টাকার সামরিক চুক্তি করবে বিভিন্ন দেশের সঙ্গে। কেনা হবে বিপুল সামরিক সরঞ্জাম, অস্ত্র, হেলিকপ্টার, মিসাইল, ড্রোন, সাবমেরিন। কোন কোন দেশ থেকে কেনা হবে সেসব? এই তালিকায় রয়েছে রাশিয়া, ইজরায়েল, জার্মানি, ফ্রান্স, আমেরিকা। প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে।এখন প্রশ্ন উঠছে, এই বিপুল অর্থ আসবে কোথা থেকে? কোনও চুক্তি সাড়ে ৩ লক্ষ কোটি টাকার। কোনওটি হতে চলেছে ৭২ হাজার কোটি টাকা। কোনও ক্ষেত্রে ৩০ হাজার কোটি টাকা। কোথাও আবার ৭৮ হাজার কোটি টাকা। বিগত বাজেটে প্রতিরক্ষা বাজেট ছিল ৬ লক্ষ কোটি টাকা। এবার মন্ত্রক অন্তত ৮ লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ চাইছে। কিন্তু শুধু নতুন চুক্তিই যেখানে হবে ৮ লক্ষ কোটি টাকার, সেখানে সামগ্রিক ৮ লক্ষ কোটি টাকার বরাদ্দ তো সিন্ধুতে বিন্দুসম! বাকি টাকার সংস্থান হবে কীভাবে? সুতরাং সামাজিক ও জনস্বার্থ খাতে বাজেট বরাদ্দে কোপ পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বিগত বছরগুলিতেও এই প্রবণতা দেখা গিয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, গ্রামোন্নয়ন মন্ত্রকের একের পর এক প্রকল্পের বরাদ্দ ছাঁটাই হয়েছে। গ্রামোন্নয়ন মন্ত্রকের সবথেকে বৃহৎ প্রকল্প ১০০ দিনের কাজের বরাদ্দ এক টাকাও বাড়েনি। এবার সেই প্রকল্পের অভিমুখই বদলে ফেলা হয়েছে। যে নিয়ম কানুন আনা হয়েছে সংশোধিত আইনে, সেটির জেরে বরাদ্দ যে কমবে তা নিয়ে সংশয় নেই।১১৪টি নতুন রাফালের পাশাপাশি ইজরায়েলে থেকে অ্যাডভান্সড মিসাইল, প্রিসিশন গাইডেড মিসাইল, রেডার ক্রয় করা হবে। যে চুক্তির অর্থ মূল্য হতে চলেছে ৭৮ হাজার কোটি টাকা। আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধ ও শুল্ক টানাপোড়েন যতই চলুক, তাদের থেকে হাই অল্টিচিউড উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন ক্রয় করবে ভারত। ৩১ হাজার কোটি টাকার চুক্তি হবে। ফ্রান্স ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি হবে আরও তিনটি স্করপিন ক্লাস সাবমেরিন। ৪০ হাজার কোটি টাকার চুক্তি হবে এই যৌথ উদ্যোগে। আবার জার্মানি থেকে আনা হবে ৬টি সাবমেরিন। ৭২ হাজার কোটি টাকা মূল্যের সেই চুক্তি সম্পন্ন হবে কয়েক মাসের মধ্যেই। ৩০ হাজার কোটি টাকা দিয়ে তৈরি হতে চলেছে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্র্যাফট। সবই ২০২৬-২৭ আর্থিক বছরে।