মন থেকে বর্ণব্যবস্থা মুছলেই বৈষম্য ঘুচবে: মোহন ভাগবত
বর্তমান | ১৯ জানুয়ারি ২০২৬
মুম্বই: বৈষম্য সমাজের গভীরে প্রবেশ করে গিয়েছে। তাকে শেষ করতে হলে ভারতীয়দের মন থেকে জাতপাত বা বর্ণব্যবস্থাকে মুছে ফেলতে হবে। ১০-১২ বছর এভাবে চললেই বৈষম্য মুছে যাবে। এমনটাই মত রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবতের। আরএসএসের শতবর্ষ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই দেশের বর্ণ ব্যবস্থার বিবর্তন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। ভাগবত জানিয়েছেন, পেশাগত কারণেই দেশে বর্ণব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু, পরবর্তী সময়ে সেটি পরিবারগত বিষয়ে পরিণত হয়। তাঁর মতে, এই প্রথাই বৈষম্যের মূল কারণ। এব্যাপারে আরএসএসের অবস্থানও ব্যাখ্যা করেন তিনি। সংগঠনের প্রধান জানিয়েছেন, আরএসএস কখনই নিজেকে বড়ো করতে চায় না। বরং সংগঠনের লক্ষ্য সমাজের ব্যাপ্তি বাড়ানো। তাকে বড়ো করে তোলা। - ফাইল চিত্র