দ্রুত বিচার পাওয়া অধিকার, খালিদ ইস্যুতে মত চন্দ্রচূড়ের
বর্তমান | ১৯ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: পাঁচ বছর কেটে গিয়েছে। কিন্তু, এখনও শুনানি শুরুই হয়নি জেএনইউর ছাত্রনেতা উমর খালিদের মামলায়। বিনা বিচারে জেল খাটছেন তিনি। দীর্ঘদিন আটকে থাকায় তাঁর জামিন পাওয়া আদৌ উচিত কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট তাঁর জামিন নাকচও করে দিয়েছে। এই ইস্যুতে এবার মুখ খুললেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। জয়পুর সাহিত্য উৎসবে এই প্রসঙ্গ উঠতেই সতর্ক জবাব দিয়েছেন তিনি। কারও নাম উল্লেখ না করে প্রাক্তন প্রধান বিচারপতি জানিয়েছেন, মানুষের চাপ নয়, তথ্য-প্রমাণের ভিত্তিতে জামিনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বৃহত্তর সাংবিধানিক দায়িত্বের কথাও উল্লেখ করেন। জানান, দীর্ঘদিন পরও যদি বিচারপ্রক্রিয়া শুরু না হয়, সেক্ষেত্রে কারাবাসই শাস্তির সমার্থক হয়ে ওঠে। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে জীবনের অধিকারের কথা বলা রয়েছে। তাতে দ্রুত বিচার প্রক্রিয়ার অধিকারও অন্তর্ভূক্ত। তিনি মনে করিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দ্রুত শুনানি সম্ভব না হলে জামিন পাওয়াটাই নিয়ম। এটা ব্যতিক্রম হতে পারে না।