• জামা ছিঁড়ে মাথা ফাটানোর চেষ্টা, ‘নাটক’ দুষ্কৃতীর! হতবাক পানিহাটি
    বর্তমান | ১৯ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: রীতিমতো রেকি করে ভরদুপুরে অপারেশন। নেহাত ভাগ্য খারাপ। গৃহস্থের হাতে পাকড়াও হতেই শুরু ‘নাটক’। নিজের জামা-প্যান্ট ছিঁড়ে মাথা ফাটানোর চেষ্টা অভিযুক্তের। ‘ভুল হয়ে গিয়েছে’ কবুল করে হাউমাউ করে শুরু কান্নাকাটি। শনিবার পানিহাটিতে দুষ্কৃতীর নাটুকেপনায় হতবাক এলাকাবাসী। তবে এলাকায় বারবার চুরির ঘটনায় ক্ষিপ্ত বাসিন্দারা ওই যুবককে ধরে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আসগর আলি। তার সঙ্গে আরও কয়েকজন ছিল। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।পানিহাটির সাধুর মোড় এলাকায় কয়েকদিন ধরে চুরি হচ্ছিল। ওই এলাকার বাসিন্দা প্রেম মোহন পেশায় স্কুলশিক্ষক। বাড়িতে একাই থাকেন। ওইদিন সকালে স্কুলে গিয়েছিলেন। দুপুর বেলায় বাড়ি খালিই ছিল। সেই সময় প্রতিবেশী এক বৃদ্ধা তাঁর ছাদে বসে লক্ষ্য করেন, মোহনের বাড়িতে এক যুবক ঢুকছে। তার কিছুক্ষণের মধ্যেই বাড়ির সামনে এসে হাজির হন মোহন। তাঁকে দেখে বৃদ্ধা জানতে চান, বাড়িতে কেউ এসেছে কি না। সেকথা শুনে আকাশ থেকে পড়েন ওই শিক্ষক! তাঁকে বাড়ির পিছনে যেতে বলেন বৃদ্ধা। মোহন গিয়ে দেখেন, এক যুবক তাঁর ঘরের দিক থেকে রাস্তায় ঝাঁপ দিচ্ছে। তার এক হাতে একটি বস্তা। অন্য হাতে ছুরি। মোহন ‘চোর চোর’ বলে চিৎকার করতেই যুবকটি পালানোর চেষ্টা করে। তখনই পিছন থেকে অভিযুক্তকে জড়িয়ে ধরেন তিনি। স্থানীয় লোকজনও দ্রুত জড়ো হয়ে যায়। ধরা পড়তেই আসগর নামের ওই যুবক মুহূর্তেই নিজের রূপ বদল করে। নিজের জামা-প্যান্ট ছিঁড়ে দেওয়ালে মাথা ঠুকতে থাকে। হাউমাউ করে কান্নাও জুড়ে দেয় সে। আসগর দাবি করে, ‘আমি ভুল করে এই এলাকায় চলে এসেছি।’ যদিও ক্ষিপ্ত এলাকাবাসী চড়থাপ্পড় দিতেই সে জোড়হাতে কবুল করে, ‘ভুল হয়ে গিয়েছে। মোটে একটা বাড়িতেই ঢুকেছি।’বাসিন্দারা খড়দহ থানায় ফোন করে ঘটনাটি জানান। পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। আসগর সবার সামনে পুলিশের কাছেও কান ধরে ভুল স্বীকার করে। সেই সময় গোটা বিষয়টি মোবাইলে রেকর্ড করেন স্থানীয়রা। এমনকি, ওই বস্তার মধ্যে রাখা পিতলের বালতি, থালা বের করে দেখায়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে।স্থানীয় বাসিন্দা সুমন সাহা বলেন, আসগরের সঙ্গে আরও দু’তিনজন ছিল। তারা পালিয়েছে। ওর কাছে ধারালো অস্ত্র ছিল। রীতা দাস নামে এক গৃহবধূ বলেন, ‘আমরা আতঙ্কে রয়েছি। কারা কখন কীভাবে রেকি করে যাচ্ছে, তা কী করে বুঝব?’প্রেম মোহন বলেন, ‘ওরা নিশ্চয় আগে দেখে গিয়েছিল যে, দুপুরের দিকে আমার ঘর বন্ধ থাকে। এদের দলে আরও অনেকে রয়েছে। আমার ঘরের বাসন ও মোবাইল চুরি করেছিল। ধৃতের হাতে ছুরিও ছিল। প্রথমে আমাকে ভয় দেখায়। তবে সাহস করেই ওকে ধরে ফেলেছি। এই চক্রের বাকি দুষ্কৃতীদেরও গ্রেপ্তার চাই।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)