• যুযুধান রাশিয়া-ইউক্রেন এবার পাঠকদের মুখোমুখি বইমেলায়, আসছে মোট ২০টি দেশ
    বর্তমান | ১৯ জানুয়ারি ২০২৬
  • অলকাভ নিয়োগী, বিধাননগর: ‘আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল’! যুদ্ধ এখনো শেষ হয়নি! টানা চার বছর ধরে দুই দেশে বারুদের গন্ধ। সেই যুদ্ধের ময়দান থেকে এবার কলকাতা বইমেলায় পাঠকের দরবারে মুখোমুখি হচ্ছে যুযুধান রাশিয়া-ইউক্রেন। দুই মলাটে বন্দি অক্ষরমালার টানে আন্তর্জাতিক এই বইমেলায় যোদ দিতে আসছে মোট ২০টি দেশ। তার মধ্যেই অন্যতম যুদ্ধরত এই দুই রাষ্ট্র। ইতিপূর্বে রাশিয়া এলেও কলকাতা বইমেলায় ইউক্রেনের অংশগ্রহণ এই প্রথম। তাই খুশি গিল্ড কর্তৃপক্ষও। ইউক্রেনের স্টল নিয়ে উৎসাহিত পাঠককুলও। শেষ শীতের সন্ধ্যায় গরম চায়ে চুমুক দিতে দিতে বিনা পাসপোর্টেই কার্যত বিদেশ ভ্রমণ!অপেক্ষা আর মাত্র তিন দিনের। ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বইমেলার ফোকাল থিম কান্ট্রি আর্জেন্তিনা। মেসি-মারাদোনার দেশ। ফুটবলের দেশ। আর বাঙালির কাছে তো ফুটবল ‘সব খেলার সেরা’। সেই আবেগ পুঁজি করেই সেজে উঠেছে নীল-সাদার দেশের থিম প্যাভিলিয়ন। সেখানে প্রয়োগ হচ্ছে নতুন ভাবনা, নয়া আঙ্গিক। বইমেলার মোট ন’টি গেট। তার মধ্যে দু’টি গেট সেজে উঠছে আর্জেন্তিনার প্রাচীন স্থাপত্যের আদলে। ভারতে আর্জেন্তিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো এবং সেই দেশের বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে মেলা উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন।তবে গতবারের মতো এবারও থাকছে না বাংলাদেশ প্যাভিলিয়ন। উল্লেখযোগ্যভাবে এবার দেখা যাবে না আমেরিকাকেও। প্রতিবারই কলকাতা বইমেলায় বড় প্রাঙ্গণজুড়ে ইউএসএ’র প্যাভিলিয়ন নজর কাড়ে। ২০১১ সালে থিম কান্ট্রিও ছিল তারা। তবে আর্জেন্তিনা, রাশিয়া, ইউক্রেন, জার্মানি, ইউকে, ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, নেপাল সহ লাতিন আমেরিকার একগুচ্ছ দেশ এবারও হাজির থাকছে। গতবার বইমেলায় অস্ট্রেলিয়া ছিল না। এবার আসছে ক্যাঙ্গারুর দেশ। সব মিলিয়ে এবার বইমেলা প্রাঙ্গণ যেন নীল আকাশ! আর্জেন্তিনা, রাশিয়া থেকে ইউক্রেন—সবার জাতীয় পতাকায় নীলের প্রাধান্য। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘ইউক্রেন প্রথমবার আসছে। রাশিয়া তো থাকছেই। থিম কান্ট্রি সহ মোট ২০টি দেশ অংশ নিচ্ছে। আমরা চাই, সব দেশ এসে মিশুক বইমেলায়। তাদের বই, সংস্কৃতি, ছবির সঙ্গে আমাদের আদানপ্রদান বাড়ুক। বই-ই তো পৃথিবীর অকৃত্রিম বন্ধু।’২০২২ সাল থেকে যুদ্ধ চলছে রাশিয়া-ইউক্রেনের। হামলা-পালটা হামলা চলছে। কিন্তু, বইমেলার মাঠে এবার দেখা যাবে যেন অন্য ছবি! এখানে যেন ‘প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক’! বইমেলার প্রস্তুতি। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)