কলকাতা, ১৯ জানুয়ারি: কথায় বলে, ‘মাঘের শীত বাঘের গায়।’ অর্থাৎ মাঘ মাসের তীব্র শীতে বাঘ পর্যন্ত কাবু হয়। তবে চলতি বছর মাঘের শুরুতেই দেখা যাচ্ছে কিছুটা ব্যতিক্রমী চিত্র। পৌষে দক্ষিণবঙ্গে যে হাড়কাঁপানো ঠান্ডা পড়েছিল, তা এখন প্রায় উধাও। উলটে হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বেলা বাড়তেই গায়ে গায়ে জ্যাকেট, সোয়েটার বা চাদর জড়িয়ে রাখার জো নেই।আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। আজ তা প্রায় দেড় ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। অন্যদিকে, এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম।তবে কি বঙ্গ থেকে এই বছরের জন্য বিদায় নিল শীত? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। তার পরের চার দিন তাপমাত্রার বড়ো কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।