• নম্বর বাড়ল প্রায় সব ধারাবাহিকের, প্রথম স্থান হারাল ‘পরিণীতা’, শীর্ষ স্থানে রইল কোন কাহিনি?
    আনন্দবাজার | ১৯ জানুয়ারি ২০২৬
  • নতুন বছরের তৃতীয় সপ্তাহে টিআরপি তালিকায় বিপুল পরিবর্তন। গত কয়েক সপ্তাহে কোনও ধারাবাহিকই বিপুল পরিমাণে নম্বর পায়নি। বরং আগের তুলনায় নম্বর অনেকটাই কম দেখা যেত। তবে এই সপ্তাহটা যেন ছোটপর্দার নায়ক-নায়িকাদের জন্য একটু অন্যরকম। প্রায় প্রতিটি ধারাবাহিকের নম্বরই বেড়েছে। এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। পিছিয়ে পড়েছে ‘পরিণীতা’।

    ৮.০ পেয়ে প্রথম স্থানে এই সপ্তাহে রয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। স্বস্তিকা দত্ত এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়ের নরম-গরম সমীকরণ ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। নায়িকার প্রেমে পাগল নায়ক। এ দিকে পরিস্থিতি এমন যে পর্দার বিদ্যা এই সম্পর্ককে কিছুতেই গ্রহণ করতে পারছে না। দ্বিতীয় স্থানে নেমে এসেছে ‘পরশুরাম আজকের নায়ক’।

    পরশুরাম এবং তটিনীর গল্পে টানটান উত্তেজনা। যা দর্শকের একাংশের এখন প্রিয়। চলতি সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৭.৭। নম্বর বেড়েছে ‘রাঙামতি তীরন্দাজ’-এর। তারা পেয়েছে ৭.৪। গত কয়েক সপ্তাহে প্রথম স্থানে দেখা গিয়েছিল ‘পরিণীতা’ ধারাবাহিকের নাম। কিন্তু এখন ধীরে ধীরে নম্বর কিছুটা কমছে তাদের। এই সপ্তাহে তারা রয়েছে চতুর্থ স্থানে, পেয়েছে ৭.২। আর পঞ্চমে রয়েছে ‘ও মোর দরদিয়া’। এই ধারাবাহিক প্রথমের দিকে ভাল ফল না করলেও। ধীরে ধীরে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৭.০।
  • Link to this news (আনন্দবাজার)