লক্ষাধিক নেতা-কর্মী নিয়ে বৃহস্পতিবার বৈঠক অভিষেকের
আজকাল | ১৯ জানুয়ারি ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মাসভর সভা করছেন জেলায় জেলায়। ভোটমুখী রাজ্যে জনসংযোগ, সাড়া জাগানো বক্তব্য। অভিষেকের সভায় ভিড়ের বহর কতটা, সভা শেষে ছবি প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। এবার মাঠে ময়দানে টানা সভার মাঝেই, ভার্চুয়াল বৈঠক করবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি।
সূত্রের খবর, ২২ জানুয়ারি, বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি লক্ষাধিক নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন। উপস্থিত থাকবেন তৃণমূলের বিধায়ক, সাংসদ, বিএলএ-২, দলের মুখপাত্র-সহ লক্ষাধিক নেতা-কর্মী। সূত্রের খবর এসআইআর আবহে, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বৈঠক করবেন তিনি।
যদিও, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আজ অর্থাৎ সোমবার বিরাট নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
Link to this news (আজকাল)