বেহালার ফ্ল্যাটে মহিলা সঙ্গীতশিল্পীকে কুপিয়ে কুপিয়ে খুন, আটক বাড়িরই ৩ কর্মচারী
আজ তক | ১৯ জানুয়ারি ২০২৬
পর্ণশ্রীর আবাসনে খুন সঙ্গীতশিল্পী। মৃতার নাম অনিতা ঘোষ (৬৫)। আজ সকালে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ওই মহিলার দেহ। তাঁর স্বামী ডিমেনশিয়া রোগে আক্রান্ত। তাঁর পাশেই পড়েছিল রক্তাক্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যে খুন করা হয়ে থাকতে পারে অনিতাকে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনিতা তাঁর স্বামী অরূপ ঘোষকে নিয়ে পর্ণশ্রীর ওই আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁর বাড়িতে লোকজনের আনাগোনা সেভাবে ছিল না। অরূপ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন। তবে গত ৭-৮ বছর ধরে তিনি ডিমেনশিয়াতে আক্রান্ত। ফলে কাউকে চিনতে পারতেন না। শয্যাশায়ী ছিলেন। তাঁর দেখাশোনার জন্য বাড়িতে ২ আয়া ও রান্নার লোক ছিল। তাঁরাই কেবল আসা যাওয়া করতেন।
সোমবার সকালে ওই তিনজনের মধ্যে একজন ফ্ল্যাটে আসেন। তিনিই প্রথম দেখেন অনিতার রক্তাক্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর যায় প্রতিবেশীদের কাছে। তাঁরা আসেন ঘটনাস্থলে ও পুলিশে খবর দেন। পর্ণশ্রী থানায় ফোন করা হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় এক বাসিন্দা জানান, মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। কোনও ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয়েছে শরীরে। তার জেরেই মৃত্যু হয়েছে বলে অনুমান।
এক আত্মীয় জানান, পৈশাচিকভাবে খুন করা হয়েছে অনিতাকে। কে খুন করেছে তা এখনও পরিষ্কার নয়। দুই আয়া ও একজন রান্নার লোককে পুলিশ আটক করেছে। অরূপ শয্যাশায়ী থাকায় অনিতা সেভাবে বাড়ি থেকে বের হতেন না। পেনশন বা ইত্যাদির টাকা বাড়িতেই রাখতেন। সেই টাকা ডাকাতির জন্যই খুন করা হয়ে থাকতে পারে।
জানা যায়, অনিতা সঙ্গীতশিল্পী ছিলেন। তিনি ওই ফ্ল্যাটে অনেককে গান শেখাতেন। কোভিডের পর থেকে অনলাইনে ক্লাস শুরু করেছিলেন। দেশ-বিদেশের অনেক ছাত্র-ছাত্রী ছিল। একাধিক টেলিভিশন অনুষ্ঠানে গানও করেছেন তিনি।
যদিও কী কারণে বা কীভাবে খুন তা নিয়ে পুলিশের তরফে এখনও মুখ খোলা হয়নি। দেহের ময়নাতদন্ত করা হবে। পর্ণশ্রী থানার পুলিশ তদন্ত শুরু করেছে।