• আত্মসমর্পণ করতেই হবে বিডিও প্রশান্তকে, সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট
    বর্তমান | ১৯ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি, ১৯ জানুয়ারি: সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও শেষরক্ষা হল না। আত্মসমর্পণ করতেই হবে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। এজন্য আগামী ২৩ জানুয়ারি, শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত। তার পরে জামিনের আবেদন করতে পারবেন। পাশাপাশি তদন্তকারীরা রিমান্ডে চাইলে, সে আবেদনও গৃহীত হতে পারে।আইন বিশেষজ্ঞদের মতে, স্বর্ণ ব্যবসায়ীকে খুনে মূল অভিযুক্ত বিডিওকে গ্রেফতারিতে আর কোনও বাধা রইল না। তবে প্রশান্ত এখন কোথায়? সেটাই সবথেকে বড় প্রশ্ন। গত মাসের শেষের দিকে হাইকোর্টে আগাম জামিন খারিজের পর থেকেই বেপাত্তা তিনি। অফিসেও আসছেন না।গত ২৮ অক্টোবর সল্টলেক দত্তাবাদ থেকে অপহরণ করা হয়েছিল সোনা ব্যবসায়ী স্বপন কামিল্যাকে। বিডিও প্রশান্ত বর্মন নীলবাতি লাগানো গাড়িতে তাঁকে অপহরণ করেন বলেই অভিযোগ। নিউটাউনের একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে স্বপনবাবুর উপর নির্যাতন করা হয়। তারপর খুন এবং দেহ লোপাট। পরদিন নিউটাউনের যাত্রাগাছি থেকে স্বপনবাবুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ৩১ অক্টোবর এই ঘটনায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন সহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার।  
  • Link to this news (বর্তমান)