নাম বাতিলের ফর্ম জমা ঘিরে রণক্ষেত্র বনগাঁ, বিধায়কের থেকে কাগজ ‘ছিনতাই’
বর্তমান | ১৯ জানুয়ারি ২০২৬
নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ভোটার তালিকায় কোনও নাম অন্তর্ভুক্তির বিরোধিতা বা মৃত বা স্থানান্তর হওয়া ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে ব্যবহৃত হয় ফর্ম ৭। সেই ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে আজ, সোমবার সকালে উত্তেজনা বনগাঁ এসডিও অফিসে। বিজেপি বিধায়কের কাছ থেকে ফর্ম ছিনিয়ে নিয়ে ছিঁড়ে দেওয়ার অভিযোগ। প্রবল উত্তেজনা থাকায় গোটা এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।আজ, সোমবার, ভোটার তালিকায় নাম সংযোজন এবং বিয়োজনের জন্য ফর্ম দেওয়ার শেষদিন। তালিকায় নাম তুলতে ফর্ম-৬ এবং তালিকা থেকে নাম বাদ দিতে ফর্ম ৭ পূরণ করতে হয়। জানা গিয়েছে, বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া এদিন এসডিও অফিসে ফর্ম ৭ জমা দিতে এসেছিলেন। অফিসের ভিতর থেকে তাঁর কাছ থেকে ফর্ম ছিনিয়ে নেওয়া হয়। তৃণমূলের এক নেতা সেগুলি ছিনিয়ে নিয়ে গিয়েছেন বলে বিজেপির অভিযোগ। অভিযোগে আঙুল যুব তৃণমূলের নেতা পল্লব মিত্রের দিকে। যদিও পল্লব মিত্রের সাফাই, ‘বিজেপি বিধায়ক যাঁদের ভোটে বিধায়ক হয়েছেন, সেই সাধারণ ভোটারদের নাম বাদ দিতে ফর্ম জমা দিতে এসেছিলেন। সাধারণ ভোটাররা তাঁর থেকে ফর্ম ছিনিয়ে নিয়ে গিয়েছে।’