• নিপা আতঙ্কে বাড়তি নজরদারি আলিপুর চিড়িয়াখানায়, পশুপাখির রক্ত পরীক্ষার নির্দেশ
    দৈনিক স্টেটসম্যান | ১৯ জানুয়ারি ২০২৬
  • নিপা একটি জুনোটিক ভাইরাস, যা পশুর শরীর থেকে মানুষের শরীরে সংক্রামিত হতে পারে।বিশেষজ্ঞদের মতে, মূলত বাদুড়ের মাধ্যমেই এই ভাইরাস সংক্রমিত হয়। আলিপুর চিড়িয়াখানার মধ্যেই কলকাতার একমাত্র বাদুড়ের ডেরা রয়েছে। এছাড়া চিড়িয়াখানার বিস্তীর্ণ এলাকায় বহু ফলের গাছ থাকায় সেগুলিতে ফল খেতে বাদুড়ের আনাগোনা লেগেই থাকে। বর্তমানে পর্যটনের মরশুম চলায় প্রতিদিন বিপুল সংখ্যক দর্শকের ভিড় হচ্ছে চিড়িয়াখানায়, ফলে সতর্কতা আরও জরুরি হয়ে উঠেছে।

    রাজ্য জু অথরিটির মেম্বার সেক্রেটারি পি কমলাকান্ত জানিয়েছেন, চিড়িয়াখানায় অহেতুক আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, তবে সাবধানতা অবলম্বন করা হচ্ছে।গাছ থেকে পড়ে থাকা ফল স্পর্শ না করার জন্য দর্শকদের অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে পশুপাখির খাঁচায় বাইরে থেকে কোনও খাবার না দেওয়ার বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে।

    বিশেষজ্ঞদের আশঙ্কা, বাদুড়ের খাওয়া ফলের সঙ্গে অন্য ফল মিশে গেলে সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। চিড়িয়াখানার বহু পশুপাখির খাদ্যতালিকায় ফল রয়েছে, যা বাইরে থেকে সরবরাহ করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সেই ফল ও সবজি ব্যবহারের আগে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। নিপা আতঙ্কের কারণে ফল ধোয়া, কাটা এবং প্রাণীদেরদেওয়ার প্রতিটি ধাপেই বাড়তি সতর্কতা অবলম্বন করতে কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। চিড়িয়াখানায় প্রাণী ও মানুষের সুরক্ষাই এখন প্রধান লক্ষ্য।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)