• অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌগত রায়
    দৈনিক স্টেটসম্যান | ১৯ জানুয়ারি ২০২৬
  • গত ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন উত্তর ২৪ পরগনার আড়িয়াদহে একটি মন্দির উদ্বোধনে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছি‍লেন সৌগত রায়। দ্রুত তাঁকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের পরামর্শে সেই সময় তাঁর বুকে পেসমেকার বসানো হয়। রবিবার হাসপাতালে ভর্তি করানোর পর সৌগতর একাধিক শারীরিক পরিক্ষা নিরীক্ষা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সেই পরীক্ষার রিপোর্ট ঠিক থাকলে আগামী ২–৩ দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

    উল্লেখ্য, এর আগেও একাধিকবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায়কে। গত বছরের ১০ মার্চ লোকসভা অধিবেশন শেষ হওয়ার পর সংসদ ভবন থেকে বেরোনোর সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাঁকে হুইলচেয়ারে বসিয়ে অধিবেশনকক্ষ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। গত ২২ জুন ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

    চিকিৎসরা জানান, তাঁর শরীরে ভিটামিন বি ওয়ানের ঘাটতি রয়েছে। পাশাপাশি শিরদাঁড়ার নিচের অংশে ব্যথা, জটিল স্নায়ুরোগের সমস্যা এবং ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছে। বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। এবার ফের তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)