• খড়্গপুরে পিঠে পুলি উৎসব ঘিরে ব্যাপক উন্মাদনা
    দৈনিক স্টেটসম্যান | ১৯ জানুয়ারি ২০২৬
  • কমিটির তরফে গৌরব মুখোপাধ্যায় বলেন, এবারে ৩৫ টি স্টল হয়েছে । বাংলার সাবেকি পিঠেপুলি ছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশের নানান ধরনের খাবারও এই উৎসবে পাওয়া যাচ্ছে। খড়্গপুর মিনি ইন্ডিয়া । বিভিন্ন সংস্কৃতির মানুষ এখানে বসবাস করেন। তারা সবাই উৎসাহের সঙ্গে এই উৎসবে যোগ দিয়েছেন। প্রথম দিনেই উৎসব প্রাঙ্গন মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানে এবং উন্মাদনায় মেতে উঠেছে । উৎসব আয়োজনে বাপ্পা সরকার, মিঠু মন্ডল, চন্দ্রানী ত্রিপাঠী, টাবি সেনের নাম উল্লেখযোগ্য। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)