• স্কুল চলাকালীন ক্লাস বন্ধ করে তৃণমূলের বিক্ষোভে পড়ুয়ারা, অভিযোগ ঘিরে বিতর্ক সিউড়িতে
    এই সময় | ১৯ জানুয়ারি ২০২৬
  • স্কুল চলাকালীন ক্লাস বন্ধ করে পড়ুয়ারাদের রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে আসার অভিযোগ বীরভূমে। সোমবার সিউড়ির হাটজন বাজার এলাকায় তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি ছিল। অভিযোগ, সেই কর্মসূচিতে এলাকার রামপ্রসাদ রায় উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে আসা হয়। খোদ প্রধান শিক্ষক স্কুল বন্ধ করে পড়ুুয়াদের নিয়ে হাজির হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

    সূত্রের খবর, এ দিন স্থানীয় তৃণমূল কাউন্সিলার পিঙ্কি দাসের নেতৃত্বে আয়োজিত হয়েছিল বিক্ষোভ কর্মসূচি। এলাকার নির্মীয়মান রেল ওভারব্রিজ দ্রুত চালুর দাবিতে তৃণমূলের তরফে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। অভিযোগ, তাঁদের উপস্থিতিতেই স্কুল ইউনিফর্ম পরা পড়ুয়াদের মিছিলে অংশ নিতে দেখা যায়।

    স্কুল চলাকালীন কেন পড়ুয়ারা মিছিলে এল, তা নিয়ে প্রধান শিক্ষক প্রবীরকুমার দাসকে প্রশ্ন করা হলে তিনি এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। মিছিলে অংশ নেওয়া এক পড়ুয়া জানিয়েছে, মাত্র দু'টি ক্লাস করার পরেই তাদের মিছিলে নিয়ে আসা হয়েছে।

    শতাব্দী রায় বলেন, ‘আমি কিছু জানি না। যাঁরা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন, তাঁরাই বলতে পারবেন।’ ঘটনায় প্রশ্ন উঠছে স্কুল ছুটির আগে ক্লাস বন্ধ করে কী ভাবে পড়ুয়াদের নিয়ে আসা হলো রাজনৈতিক কর্মসূচিতে? যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নন প্রশাসনিক আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)