• আগে SIR শুনানিতে হাজিরা, পরে বিয়ে! নানুরে বরযাত্রী নিয়ে ব্লক অফিসে হাজির পাত্র
    এই সময় | ২০ জানুয়ারি ২০২৬
  • সেজেগুজে বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছেন বর। কিন্তু আচমকাই রাস্তায় থমকে গেল বরযাত্রীর দল। কনের বাড়ি যাওয়ার আগে দলবল নিয়ে পাত্র হাজির হলেন ব্লক অফিসে। সোমবার এই ঘটনা ঘটেছে বীরভূমের নানুরে। SIR শুনানির ডাক পেয়েছেন খুজুটিপাড়ার বাসিন্দা কবীর আকবর রানা ওরফে রানা শেখ। ঘটনাচক্রে শুনানির দিনই ছিল তাঁর বিয়ে। তাই সরকারি কাজ করে বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান তিনি।

    সূত্রের খবর, মাস দুয়েক আগে লাভপুরের চৌহাট্টায় বিয়ে ঠিক হয়েছিল রানার। কিন্তু বিয়ের মাত্র তিন দিন আগে হঠাৎ বাড়ি আসে SIR-এর শুনানির নোটিস। নোটিসে বলা হয়, সোমবার অর্থাৎ বিয়ের দিনই তাঁকে শুনানিতে উপস্থিত থাকতে হবে। ফলে উপায় না দেখে টোপর মাথায় দিয়ে ব্লক অফিসে হাজিরা দেন রানা।

    রানার পরিবারের দাবি, SIR-এর নথিতে প্রচুর ভুল রয়েছে। পরিবারের দাবি, রানার বাবা আলমগীর শেখের মাত্র এক ছেলে ও এক মেয়ে। এ ছাড়াও ভুল রয়েছে রানার নামের বানানে। সেই কারণেই SIR শুনানিতে ডাকা হয়েছে তাঁকে।

    রানার পরিবারের সদস্য ফিরদৌস ওয়াহিদ বলেন, ‘আজকে রানার বিয়ে। কিন্তু SIR-এর শুনানিতে ব্লক অফিসে আসতে হয়েছে। আমরা কাজ মিটিয়ে বিয়ে বাড়ি যাব।’ রানার পরিবারের আর এক সদস্য হাবিবুল্লা শেখ বলেন, ‘যা ইচ্ছে তাই করছে। আমাদের হয়রানিতে ফেলছে।’

  • Link to this news (এই সময়)