• ট্রেনে চেপেই জঙ্গল সাফারির মজা, পর্যটকদের নয়া উপহার হিমালয়ান রেলওয়ের, রইল সময়সূচি
    এই সময় | ২০ জানুয়ারি ২০২৬
  • চতুর্দিকে পাহাড়ি বনাঞ্চল। কু ঝিক ঝিক করতে করতে এগিয়ে চলেছে রেলগাড়ি। মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছেন আপনি। ট্রেনে চেপে জঙ্গল সাফারির মজা নেওয়ার সুযোগ রয়েছে এ রাজ্যেই। সৌজন্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

    নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে শিলিগুড়ি-গয়াবাড়ি সেকশনে নতুন এই ট্রেন চালু করেছে। শিলিগুড়ি থেকে এই ট্রেন ছেড়ে গয়াবাড়ি হয়ে ফের শিলিগুড়িতে ফিরবে এই ট্রেন। প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে পর্যটকদের জন্য। Agony Point Loop-এ ট্রেনটি দাঁড়াবে আধ ঘণ্টার জন্যে।

    শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে সকাল ১০.০০ নাগাদ।

    সুকনা পৌঁছবে সকাল ১০.৩৫, ছাড়বে: ১০.৪০ মিনিটে

    রংটং পৌঁছবে সকাল ১১.১২ মিনিটে, ছাড়বে ১১.১৩ মিনিটে

    টিনধারিয়া পৌঁছবে বেলা ১২.২০, ছাড়বে বেলা ১২.২৫ মিনিটে

    গয়াবাড়ি পৌঁছবে বেলা ১টা নাগাদ

    গয়াবাড়ি থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ২.৪৫ মিনিট

    টিনধারিয়া পৌঁছবে দুপুর ৩.২৫, ছাড়বে: ৩.৩০ মিনিটে

    রংটং পৌঁছবে বিকেল ৪.৪৫ মিনিটে, ছাড়বে বিকেল ৪.৪৬ মিনিটে

    সুকনা পৌঁছবে বিকেল ৫.২০ মিনিটে, ছাড়বে বিকেল ৫.২২ মিনিটে

    শিলিগুড়ি জংশন পৌঁছবে ৫.৫৫ মিনিটে

  • Link to this news (এই সময়)