• ‘সন্ত্রাসে মদত দেবেন না’, পাকিস্তান নিয়ে পোল্যান্ডের বিদেশমন্ত্রীকে সতর্ক করলেন জয়শঙ্কর, উঠল ট্যারিফ প্রসঙ্গও
    এই সময় | ২০ জানুয়ারি ২০২৬
  • পাকিস্তান নিয়ে পোল্যান্ডের বিদেশমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কিকে কড়া ভাষায় সতর্ক করল নয়াদিল্লি। সোমবার সিকোরস্কির সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ট্যারিফ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় তাঁদের। সেখানেই জয়শঙ্কর বলেন, ‘সন্ত্রাসবাদে মদত জোগানো হয়, এমন কোনও কাজ করবেন না।’ তবে সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি তিনি।

    তিন দিনের সফরে ভারতে এসেছে সিকোরস্কি। সোমবারই তিনি পোল্যান্ড ফিরে যান। তার আগে জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পোল্যান্ডের বিদেশমন্ত্রী। তার পরে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। তখনই সিকোরস্কিকে উদ্দেশ্য করে জয়শঙ্কর বলেন, ‘এই অঞ্চলের সন্ত্রাসবাদ সম্পর্কে তিনি অবগত। আশা করি, প্রতিবেশী অঞ্চলে সন্ত্রাসী পরিকাঠামোকে শক্তিশালী করতে কোনও ভূমিকা নেবে না পোল্যান্ড।’ একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলা উচিত বলেও সিকোরস্কিকে বার্তা দেন জয়শঙ্কর।

    গত বছর পাকিস্তান সফরে গিয়ে কাশ্মীর নিয়ে বিবৃতি দিয়েছিলেন সিকোরস্কি। দুই দেশের মধ্যে কাশ্মীর সমস্যার সমাধানে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ প্রয়োজন বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। নয়াদিল্লি অবশ্য বরাবরই এই বিষয়ে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধী। সেই জায়গায় দাঁড়িয়ে পোল্যান্ডের বিদেশমন্ত্রীর সামনে জয়শঙ্করের এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতকে লাগাতার নিশানা করা হচ্ছে বলেও সুর চড়িয়েছেন জয়শঙ্কর। রাশিয়া থেকে কম দামে তেল কেনায় ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ ট্যারিফ চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ দিন ট্রাম্পের নাম না করলেও গোটা বিষয়টা ‘অযৌক্তিক এবং অন্যায্য’ বলে সরব হন তিনি। জয়শঙ্কর বলেন, ‘বেছে বেছে ভারতকে নিশানা করা ঠিক নয়। এই কথা আগেও বলেছি, আবার বলছি।’

    জয়শঙ্করের সঙ্গে একমত হন সিকোরস্কিও। তিনি জানান, পোল্যান্ড নিজেও সন্ত্রাসের শিকার। কয়েক দিন আগেই রেললাইনে হামলার মতো ঘটনা ঘটেছে। সন্ত্রাসবাদ মোকাবিলার প্রয়োজনীয়তা নিয়ে জয়শঙ্করের সঙ্গে সহমত পোষণ করেন তিনি। একই সঙ্গে জানিয়ে দেন, বেছে বেছে কোনও দেশের উপরে ট্যারিফ চাপানো ঠিক নয়। এতে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে বলেই মনে করেন তিনি।

  • Link to this news (এই সময়)