• ৭০ ফুটের গর্তে পড়ে মৃত্যু তরুণ ইঞ্জিনিয়ারের, নয়ডা প্রশাসনের CEO-কে বরখাস্ত করল যোগী সরকার, তদন্তে SIT
    এই সময় | ২০ জানুয়ারি ২০২৬
  • রাস্তার পাশেই ৭০ ফুট গভীর জল ভরা গর্তে পড়ে মৃত্যু হয়েছে নয়ডার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার (২৭)। এই ঘটনায় অবশেষে নড়েচড়ে বসল উত্তরপ্রদেশ সরকার। সোমবারই মৃত যুবকের ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে। তার পরেই নয়ডা প্রশাসনের CEO এম লোকেশকে বরখাস্ত করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে ঘটনার তদন্তে ৩ সদস্যের টিম (SIT) গঠন করে দিয়েছেন তিনি। আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুগ্রামের একটি ডেটা সায়েন্স কোম্পানিতে চাকরি করতেন যুবরাজ। শুক্রবার রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ঘন কুয়াশার কারণে চার হাত দূরের জিনিসও স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল না। নয়ডার সেক্টর ১৫০-এর কাছে বাঁক ঘুরতে গিয়ে বাণিজ্যিক প্রকল্পের জন্য খনন করা ৭০ ফুটের গর্তে পড়ে যায় তাঁর গাড়ি।

    কাদাজলের মধ্যে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিল গাড়িটি। যুবরাজ বাঁচার জন্য চালকের আসন ছেড়ে গাড়ির ছাদে উঠে দাঁড়ান। সাঁতার জানতেন না বলে জলে নামেননি। ওই অবস্থায় বাবাকে ফোন করেন তিনি। কাতর স্বরে বলেন, ‘বাবা, জমা জলের একটি গর্তে পড়ে গিয়েছি। আমাকে বাঁচাও। আমি মরতে চাই না।’ কিন্তু কিছুক্ষণের মধ্যেই কাদাজলে তলিয়ে যায় গাড়িটি। ডুবতে ডুবতেও নিজের মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রেখেছিলেন যুবরাজ। যাতে উদ্ধারকারী দল সহজেই তাঁর অবস্থান বুঝতে পারে।

    কিছুক্ষণের মধ্যে পুলিশকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন যুবরাজের বাবা রাজ মেহতা। ছিল পুলিশের একটি উদ্ধারকারী দলও। তাঁরা যুবরাজের গলা শুনতে পেলেও কুয়াশার কারণে তাঁকে দেখতে পাননি। কিন্তু রাতে ঠান্ডার মধ্যে পুলিশ ও দমকল কর্মীরা আর জলে নামতে চাননি বলে অভিযোগ। কার্যত চোখের সামনে ছেলেকে মরতে দেখেন বাবা। পরের দিন সকালে যুবরাজের দেহ উদ্ধার করে পুলিশ।

    এ দিন যুবরাজের ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, ২০০ মিলিলিটার ফ্লুইড চলে গিয়েছিল যুবরাজের ফুসফুসে। তার ফলে শ্বাস বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় যুবরাজের। দুর্ঘটনায় নয়ডা প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। তৈরি করা হয়েছে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, সিটের নেতৃত্বে রয়েছেন মিরাটের ডিভিশনার কমিশনার। বাকি দুই সদস্য হলেন মিরাট জোনের এডিজি এবং PWD-র চিফ ইঞ্জিনিয়ার।

  • Link to this news (এই সময়)