• বিজেপি সভাপতি নীতিন নবীন, আজ আনুষ্ঠানিক ঘোষণা, থাকতে পারেন মোদিও
    বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে প্রত্যাশা মতোই জমা পড়ল শুধুমাত্র নীতিন নবীনের মনোনয়ন। ফলে দলের কনিষ্ঠতম সর্বভারতীয় সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন তিনি। আজ, মঙ্গলবারই এব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করবে বিজেপি। সেই মতোই মঙ্গলবার নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। গত সপ্তাহেই দলের সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছিল বিজেপি। সোমবার মনোনয়ন জমার পর আজ, মঙ্গলবার নির্বাচনের দিন স্থির হয়েছিল। কিন্তু এদিন বিজেপির সংগঠন পর্বের ন্যাশনাল রিটার্নিং অফিসার কে লক্ষণ জানিয়ে দেন, মাত্র একটিই মনোনয়ন জমা পড়েছে। সেটি হল নবীনের। অর্থাৎ, সভাপতি পদে নির্বাচনের দরকার থাকছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জেপি নাড্ডার উত্তরসূরি হচ্ছেন বিহারের পাঁচবারের বিধায়ক নীতিন নবীন।সোমবার নবীনের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়েছিলেন সবক’টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলের রাজ্য সভাপতিরা। ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার, দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। বিজেপি সূত্রের খবর, আজ, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব গ্রহণের পর বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে একপ্রস্থ বৈঠক করতে পারেন নীতিন নবীন। কাল, বুধবার সবক’টি রাজ্যের দলীয় সভাপতির সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নবীনের সভাপতি হিসেবে প্রথম বঙ্গ সফরের দিনক্ষণও স্থির হতে চলেছে। সভাপতি হওয়ার পর নীতিন নবীনের প্রথম ভোটমুখী রাজ্য সফর শুরু হচ্ছে বাংলা দিয়েই।সোমবার বিজেপি জানিয়েছে, সবমিলিয়ে মোট ৩৭টি প্রস্তাব-পত্র জমা পড়েছে এদিনের মনোনয়ন প্রক্রিয়ায়। ৩৬টি সাংগঠনিক রাজ্যের পত্র এবং বিজেপির জাতীয় পরিষদ ও সংসদীয় বোর্ডের সম্মিলিত পত্র। নীতিন নবীনের নাম পরবর্তী সর্বভারতীয় সভাপতি হিসেবে প্রস্তাব করে প্রতিটি মনোনয়ন পত্রে ২০ জন করে দলীয় নেতা সই করেছেন। বিজেপিতে এটিই নিয়ম।নীতিন নবীনকে সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত করে বিজেপি বুঝিয়ে দিয়েছে, আপাতত তারা তারুণ্যের উপরই ভরসা রাখছে। সোমবার রাতে কেন্দ্রীয় বিজেপি সূত্রে জানা গিয়েছে, নবীনের নতুন কেন্দ্রীয় কেন্দ্রীয় টিমেও প্রাধান্য পাবে তরুণরাই। টিমের সদস্যদের বয়স সর্বোচ্চ ৫১ বছরের মধ্যে হবে। এক্ষেত্রে ব্যতিক্রম থাকবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের (সংগঠন) পদটি।
  • Link to this news (বর্তমান)