ব্রিকস দেশগুলির মধ্যে ডিজিটাল মুদ্রা সংযোগ, প্রস্তাব রিজার্ভ ব্যাংকের, চাপে পড়বে ডলার?
বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাঘাত তৈরি করেছে। এই আবহেই চলতি বছরে ভারতে হচ্ছে ব্রিকস দেশগুলির শীর্ষ সম্মেলন। তার আগে ডিজিটাল মুদ্রা নিয়ে আন্তর্জাতিক স্তরে বড়োসড়ো উদ্যোগ। ব্রিকস দেশগুলির ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিয়েছে ভারতের রিজার্ভ ব্যাংক (আরবিআই)। আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনে ডিজিটাল লেনদেন মসৃণ করাই এই প্রস্তাবের লক্ষ্য। দুটি সরকারি সূত্র উল্লেখ করে একথা জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। তাদের রিপোর্টে বলা হয়েছে, ব্রিকস সম্মেলনে এই প্রস্তাব পেশের জন্য সরকারের কাছে এব্যাপারে সুপারিশ করছে রিজার্ভ ব্যাংক। প্রস্তাব গৃহীত হলে তা হবে ব্রিকস দেশগুলির মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা (সিবিডিসি) সংযোগের প্রথম আনুষ্ঠানিক উদ্যোগ। এরফলে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের উপর নির্ভরতা কমতে পারে। চলতি ভূ-রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। ভারত ছাড়াও ব্রিকসে রয়েছে ব্রাজিল, রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা। এছাড়াও সংযুক্ত আরব আমিরশাহি, ইরান, ইন্দোনেশিয়ার মতো নতুন সদস্য দেশও। এই দেশগুলির মধ্যে ডিজিটাল মুদ্রায় লেনদেন কার্যকর হলে চাপে পড়বে আমেরিকা। আগেই ব্রিকসকে আমেরিকা-বিরোধী তকমা দিয়ে সদস্য দেশগুলির উপর শুল্প চাপানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।২০২৫ সালের রিও ডি জেনেইরোতে ব্রিকস শীর্ষ সম্মেলনের ঘোষণা অনুসারেই এই প্রস্তাব এসেছে। ওই প্রস্তাবে সদস্য দেশগুলির মধ্যে লেনদেন ব্যবস্থায় সমন্বয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। ভারত বরাবরই ডিজিটাল রুপিকে অন্যান্য দেশের ডিজিটাল মুদ্রার সংযোগ ঘটনার আগ্রহ প্রকাশ করে এসেছে। আন্তর্জাতিক লেনদেনে গতি ও আন্তর্জাতিক স্তরে ভারতীয় মুদ্রার গ্রহণযোগ্যতা বাড়ানোই এর লক্ষ্য। ব্রিকসের কোনও দেশই এখনও পুরোমাত্রায় ডিজিটাল মুদ্রা চালু করেনি। তবে পাঁচটি প্রধান দেশ পরীক্ষামূলকভাবে তা চালু করেছে।