নয়াদিল্লি: কারুরে পদপিষ্ট কাণ্ডে দ্বিতীয়বার সিবিআই-এর প্রশ্নের মুখে পড়লেন অভিনেতা তথা টিভিকে সুপ্রিমো বিজয় থালাপতি। সোমবার সকালে তিনি নয়াদিল্লির লোধি রোডে সিবিআইয়ের সদর দপ্তরে হাজির হন। সূত্রের খবর, বিলাসবহুল এসইউভি গাড়ি নিয়ে সিবিআই অফিসে পৌঁছন তিনি। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার একজন ডেপুটি সুপারিন্টেনডেন্ট পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে একটি দল তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। এর আগে গত ১২ জানুয়ারি বিজয়কে প্রায় ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ১৩ জানুয়ারি তাঁকে ফের হাজিরা দিতে বলা হলেও তিনি সময় চেয়েছিলেন। সেই প্রেক্ষিতে সোমবার সিবিআইয়ের মুখোমুখি হন অভিনেতা। গত বছর ২৭ সেপ্টেম্বর কারুরে সভার আয়োজন করেছিলেন টিভিকে প্রধান। তবে জনসভাতে গণ্ডগোল বাঁধে। মানা হয়নি নিরাপত্তা বিধি। বিজয়ের আসার কথা ছিল দুপুর ১২টায়। তবে তিনি এসে পৌঁছন সন্ধ্যা সাতটায়। তখনই বিজয়কে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। দেরি করে আসার জেরে ভিড় বাড়ে। এর ফলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৪১ জনের। সভায় অব্যবস্থাপনারও অভিযোগ উঠেছিল।