• সংখ্যালঘু বলে টার্গেট! দাবি ঘিরে চাঞ্চল্য হিয়ারিংয়ে ডাক মন্ত্রী তাজমুল হোসেনকেও
    বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: এসআইআর হিয়ারিংয়ে এবার ডাক পড়ল মন্ত্রী তাজমুল হোসেনের। সংখ্যালঘু বলে টার্গেট করা হচ্ছে বলে দাবি করলেন মন্ত্রী। প্রয়োজনীয় নথি থাকলে সমস্যা কোথায়, পালটা প্রশ্ন বিজেপির।কিন্তু কী কারণে ডাকা হল মন্ত্রীকে? তিনি বলেন, ২০০২ সালের ভোটার তালিকায় আমার নাম ছিল তাজমুল। এখন আমার নাম রয়েছে তাজমুল হোসেন। এই পার্থক্যের কারণেই শুনানিতে ডাকা হয়েছে।কমিশন সূত্রে খবর,রবিবার সন্ধ্যায় তাজমুলের মোবাইল ফোনে এসআইআরের শুনানির নোটিস পাঠানো হয়। ২৯ জানুয়ারি তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। যেভাবে এদিন সকাল থেকে মন্ত্রী নিজে এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এর বিরোধিতা করলেন, তাতে কি আদৌ তিনি শুনানিতে যাবেন? উত্তরে তাজমুল বলেন, অবশ্যই নির্ধারিত দিনে শুনানিতে উপস্থিত হব এবং সমস্ত নথিপত্র নিয়েই যাব।এদিন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, আমি একজন বিধায়ক এবং মন্ত্রী তা সত্ত্বেও শুনানিতে ডাকা হচ্ছে। ভাবুন একজন সাধারণ মানুষের তাহলে কী অবস্থা হচ্ছে। আমি সংখ্যালঘু, তাই বিজেপি আমাকে টার্গেট করেছে।এদিকে মন্ত্রীকে শুনানির নোটিস পাঠানোর বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বিজেপি। দলের দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, কাউকে শুনানিতে ডাকা মানে এই নয় যে তিনি দোষী। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের মা শুনানিতে ডাক পেয়েছেন। দেবজিৎ নিজে মাকে শুনানিতে নিয়ে যান। তাজমুল হোসেন একজন সরকারি প্রতিনিধি। রাজ্যের মন্ত্রী। কী করে বলেন যে বিজেপি এসব করাচ্ছে।তৃণমূলের মালদহ জেলার মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মন্ত্রী, খেলোয়াড়, সঙ্গীতশিল্পী, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী কাউকে ছাড় দিচ্ছে না সাম্প্রদায়িক দল বিজেপি।অজয়বাবু বলেন, স্বচ্ছ ভোটার তালিকা তৈরির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে এসআইআর হচ্ছে। উত্তরপ্রদেশে এসআইআরে দুই কোটি মানুষের নাম বাদ যাবে। সেখানকার সরকারে বিজেপি রয়েছে। এনিয়ে যোগী আদিত্যনাথ কোনও বিরোধিতা করেছেন কি? উলটে নির্বাচন কমিশনকে সমস্ত রকম সহযোগিতার কথা বলেছেন।এদিন মন্ত্রী তাজমুলকে এসআইআরের শুনানিতে ডাকায় বিক্ষোভ দেখায় ইংলিশবাজার শহর তৃণমূল কংগ্রেস। এদিন দুপুরে ইংলিশবাজার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কাউন্সিলার, নেতা-কর্মীরা। মন্ত্রীকে টার্গেট করা হয়েছে বলে দাবি শাসকদলের।বিজেপির পালটা দাবি, দেশের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এসআইআরের বিরোধিতা করছে রাজ্য সরকার। কারণ এখানে ভোটার তালিকায় ভেজাল আছে। এসআইআর শুনানিতে যদি মন্ত্রীদের টার্গেট করা হত, তাহলে তো অনেক বড় বড় মন্ত্রী রয়েছেন। তাজমুলের মতো একজন প্রতিমন্ত্রীকে কেন টার্গেট করা হবে?
  • Link to this news (বর্তমান)