একমাত্র লক্ষ্য বিপুল উন্নয়ন, প্রথম দিনেই বার্তা চেয়ারম্যান সুরজিতের
বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, বালুরঘাট: প্রথম দিন বালুরঘাট পুরসভায় বাইকে চড়ে এলেন চেয়ারম্যান সুরজিৎ সাহা। নির্দেশ দিলেন দ্রুত পুরসভায় বাকি থাকা কাজ শেষ করার।এদিন শুরুতে ১০ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকায় বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর কার্যালয়ের সামনে বেহাল রাস্তার কাজের শিলান্যাস করলেন সুরজিত্। পরে একগুচ্ছ কাজের ওয়ার্ক অর্ডার দিলেন। শহরের উন্নয়নের জন্য নতুন নতুন কাজ করাই এখন একমাত্র লক্ষ্য বলে জানালেন তিনি। বালুরঘাট বিধানসভা বিজেপির দখলে। লোকসভাতেও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের এই শহরে ২৫ টি ওয়ার্ডে ২৫ হাজার লিড নিয়েছে পদ্মপার্টি। তাই আগের চেয়ারম্যান উন্নয়ন করতে পারেনি বলে অভিযোগ এনে এবং দলীয় নির্দেশে পুরচেয়ারম্যান বদল করা হয়েছে। এবার উন্নয়নের মাধ্যমেই শহরবাসীর মন জয়ে সুরজিতকে ক্যাপ্টেন বানিয়েছে তৃণমূল। ফলে শহরে দলকে ঘুরে দাঁড় করানো এখন বড় চ্যালেঞ্জ তাঁর কাছে।সুরজিৎ এদিন বলেন, পুরসভায় এসেই কাজ শুরু করেছি। যেগুলি বাকি রয়েছে, সেসব যাতে দ্রুত শেষ করা হয়, সেকথা সবাইকে জানিয়ে দিয়েছি। বেশকিছু কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। শহরের প্রত্যেকটি ওয়ার্ডে কাজ করব। উন্নয়নের পাশাপাশি ব্যক্তিগত সমস্যাও গুরুত্ব সহকারে দেখা হবে। বিজেপি এই শহরে কী কাজ করেছে জানি না। তবে, আমরা প্রকৃত উন্নয়নের কাজে জোর দিচ্ছি। মানুষই আগামীতে বিচার করবে। এদিকে, বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত এনিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলকে। বলেন, তৃণমূলের উন্নয়ন শুধু খাতায়কলমে। বিজেপিই প্রকৃত কাজ করে। সুকান্ত মজুমদারের উদ্যোগে বালুরঘাট শহর এবং জেলার যা উন্নয়ন হয়েছে, তৃণমূল কোনওদিন করতে পারবে না। আগের চেয়ারম্যান করতে পারেননি, নতুনও পারবেন না। শহরের যা অবস্থা, তাতে মানুষের অনেক ক্ষোভ। বিধানসভাতেও বিজেপি এই শহরে বিপুল ভোট পাবে। বালুরঘাট শহরে অনেক রাস্তা এখনও বেহাল। শহরের অনেক জায়গায় বিচ্ছিন্নভাবে কাজ হলেও সর্বোপরি সৌন্দর্যায়ন হয়নি। ফলে অনেকের ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ এবং অভাব, অভিযোগ দূর করাই এখন মূল লক্ষ্য বর্তমান পুরবোর্ডের।বিজেপির দিকে চলে যাওয়া ভোটারদের ফিরিয়ে আনতে নানা পরিকল্পনা নিয়েছে তৃণমূল। এদিন পুরসভা থেকে চেয়ারম্যান ১৭ নম্বর ওয়ার্ডের দু’টি রাস্তার কাজের ওয়ার্ক অর্ডার তুলে দিয়েছেন এজেন্সিকে। পাড়ায় সমাধান প্রকল্পে ১২ লক্ষ টাকার কাজের ওয়ার্ক অর্ডার দিয়ে দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।