সংবাদদাতা, ময়নাগুড়ি: বাড়িতেই বানানো হয়েছে মদের গোডাউন। বেআইনিভাবে মজুত করা ৬৮০ বোতল দেশি মদ রবিবার রাতে বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয় বাড়ির মালিককে। ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের টেকাটুলির নীরেন্দ্রপুরে। ধৃতের নাম আশিস পাল।ময়নাগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ি থেকে ২৪ কার্টন দেশি মদ মিলেছে। যার আনুমানিক বাজার মূল্য ৩২ হাজার টাকা। অভিযুক্তর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ওই রাতে থানায় খবর আসে নীরেন্দ্রপুরে একটি বাড়িতে প্রচুর মদ মজুত করা হয়েছে। এই খবর পেয়ে থানা থেকে একটি টিম ওই বাড়িতে যায়। গোটা বাড়ি ঘিরে নিয়ে চালানো হয় অভিযান। আশিস পালের ঘর থেকে উদ্ধার হয় মদের বোতলগুলি।ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, অবৈধ মদের কারবার, নেশার আসর বসানো কোনওভাবেই এলাকায় বরদাস্ত করা হবে না। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।পিননিকের মরশুম চলছে। তাই এখন মদের একটা বাড়তি চাহিদা তৈরি হয়েছে। আর এটাকে সামনে রেখেই বাড়িতে বেআইনিভাবে ওই ব্যক্তি মদ মজুত করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ধৃতের বাড়িতে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছিল। এতেই পাড়ার কয়েকজনের সন্দেহ হয়। তারা বিষয়টি বুঝতে পারেন এবং গোপনে থানায় খবর পাঠান। এরপরেই পুলিশ অভিযানে নামে, হাতেনাতে মেলে সাফল্য। তদন্তকারী অফিসারদের দাবি, অভিযুক্ত আশিস পাল অতিরিক্ত মুনাফার আশায় এই অসাধু কারবার কিছুদিন ধরে শুরু করে। নিজেও ওই মদ বিভিন্ন জায়গায় ব্যাগে ভরে পৌঁছে দিয়ে আসত।প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, লাইসেন্স প্রাপ্ত কোনও মদের দোকান থেকে এসব সংগ্রহ করেছিল অভিযুক্ত।