• চাল চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার ডালভর্তি ট্রাক সহ আড়াই লক্ষ টাকা
    বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চাল চুরির অভিযোগের তদন্তে নেমে ডাল বোঝাই গাড়ি উদ্ধার করল এনজেপি থানার পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে নগদ ২ লক্ষ ৪০ হাজার।পুলিশ জানিয়েছে, গতবছর সেপ্টেম্বর মাসে সন্তোষীনগরের এক ব্যবসায়ী অভিযোগে জানিয়েছেন যে, এক ব্যক্তি তাঁর গোডাউন থেকে ট্রাকভর্তি চাল চুরি করে পালিয়েছে। এরপর থেকেই ঘটনার তদন্তে নামে পুলিশ। কিন্তু কিছুতেই ওই ট্রাক বা চালকের খোঁজ পাচ্ছিল না তারা। শেষ পর্যন্ত গত সপ্তাহে ওই চালক আবদুল্লাহ মল্লিককে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে পুলিশ জানতে পারে রাজ্যের বিভিন্ন এলাকাতে গিয়ে এই চোরাই কারবার করত সে ও তার এক সঙ্গী। গাড়ির রং বদলে কোথাও চালক সেজে, আবার কোথাও নিজেদের ব্যবসায়ী পরিচয় দিয়ে একাধিক ব্যবসায়ী থেকে চাল, ডাল থেকে শুরু করে অন্যান্য সামগ্রী ট্রাকে চাপিয়ে তারা নিরুদ্দেশ হয়ে যেত। পরে পুলিশের নজরদারি হালকা হতেই বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কম দামে সেই চুরির সামগ্রীগুলি বিক্রি করে মুনাফা অর্জন করত তারা। এক্ষেত্রেও একইভাবে চাল চুরি করে পালিয়েছিল।ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে, আরও এক জায়গা থেকে লুট করা ডাল নিয়ে শিলিগুড়ির দিকে আসছে তারই এক সঙ্গী। শহরের কোনও ব্যবসায়ীকে ওই ডাল কম দামে বিক্রি করা হবে। এরপরই পুলিশ ওত পেতে ফুলবাড়ি টোল প্লাজা থেকে আবদুল্লাহের আরও এক সঙ্গী মুর্শিদাবাদের আলিম শেখকে গ্রেপ্তার করে। পাশাপাশি ডাল ভর্তি ট্রাকও বাজেয়াপ্ত করা হয়। শুক্রবার তাদের আদালতে পাঠিয়ে নিজেদের হেপাজতে নিয়ে জেরা করার পরে রবিবার রাতে শিলিগুড়ির একটি গোপন ডেরা থেকে নগদ ২ লক্ষ ৪০ হাজার উদ্ধার করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং বলেন, আমরা একটি চাল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। ডাল বোঝাই গাড়ি ও নগদ ২ লক্ষ ৪০ হাজার উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
  • Link to this news (বর্তমান)