আরামবাগ গ্রন্থমেলা ও নাট্যোৎসব শেষ হল, ৪০ লক্ষের বেশি বিক্রি
বর্তমান | ২০ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শেষ হল আরামবাগ গ্রন্থমেলা ও নাট্যোৎসব। গত ১১ জানুয়ারি আরামবাগ শহরের ঈদগাহ জুবিলি পার্ক ময়দানে শুরু হয় ৩৯তম গ্রন্থমেলা ও নাট্যোৎসব। সঙ্গে ছিল পুষ্প প্রদর্শনী, বিজ্ঞান, খাদ্য মেলাও। মেলার শেষ ছ’দিন ধরে চলে নাট্যোৎসব। এদিন সন্ধ্যায় গ্রন্থমেলার নাটক পরিবেশন করতে আসেন বারাকপুরের সংসদ সদস্য পার্থ ভৌমিক। নাট্যোৎসবের শেষ দিনেও দর্শকদের ভিড় উপচে পড়ে।আরামবাগ গ্রন্থমেলা সমিতির সম্পাদক রাজেশ চৌধুরী বলেন, এবারের মেলায় বিক্রিবাটা প্রায় ৪০ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। গ্রন্থমেলা আয়োজনের ফলে বহু প্রতিভা বিকশিত হয়েছে। সারা বছর ধরে এই গ্রন্থমেলা আয়োজনের প্রস্তুতি চলে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় এবার গ্রন্থমেলা সার্বিকভাবে সফল হয়েছে। গ্রন্থমেলাকে ঘিরে একসঙ্গে নানা বিষয় এক ছাদের তলায় পেয়েছেন শহরবাসী। পরের বছর আরও জমজমাটভাবে আয়োজন করা হবে গ্রন্থমেলা। উল্লেখ্য, সোমবার শেষ দিনে গ্রন্থমেলার মাঠে আয়োজিত হয় বিতর্ক সভা। অনেককে সংবর্ধনাও দেওয়া হয়।