নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: শীতের আমেজে ঝাড়গ্রামে পর্যটকদের ঢল নেমেছে। মকর পরব ঘিরে বিপিনবাবুর কারণ সুধায় বুঁদ সবাই। তাই তো মকর পরবের মোট চার দিনে ৩ কোটি ৬১ লক্ষ ৫১ হাজার টাকার মদ বিক্রি হয়েছে জেলায়। যার জেরে কোষাগারে বাড়ছে রাজস্ব। পরিণতিতে উচ্ছ্বসিত জেলা আবগারি দপ্তর। ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তরের আধিকারিক তন্ময় গুহ বলেন, শীতের মরশুমে মদ বিক্রির পরিমাণ বেড়েছে। ১৪ থেকে ১৭ জানুয়ারির মধ্যে অন্য বারের তুলনায় এবার রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে।ঝাড়গ্রাম জেলার শহর ও গ্ৰামীণ এলাকায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা হচ্ছে। উৎসবের আনন্দে জেলার মানুষ উৎসাহের সঙ্গে শামিল হচ্ছেন। পর্যটনস্থলে ভিড় উপচে পড়ছে পর্যটকদের।২০২৫ সালের শুধু ডিসেম্বর মাসেই ১৬ কোটি ৫৮ লক্ষ টাকার দেশি, বিদেশি মদ বিক্রি হয়েছিল। নতুন বছরের শুরুতে মকর পরবে গত চারদিনে দেশি মদ ৯ হাজার ৪০০ লিটার, বিলিতি মদ ৩৩ হাজার ৫৯০ লিটার, বিয়ার ৪ হাজার ৮৭০ লিটার বিক্রি হয়েছে।প্রসঙ্গত, এই শীতের মরশুমে জেলা আবগারি দপ্তরের তরফে মদের বিক্রি বাড়াতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি বেআইনি মদ বিক্রেতা ও কারবারিদের বিরুদ্ধে মামলা হচ্ছে। চোলাই মদ তৈরির ভাঁটিগুলি ভেঙে দেওয়া হচ্ছে। পুলিশের কড়া নাকা চেকিংয়ের জেরে পড়শি রাজ্য থেকে বেআইনি মদ ঢোকা কার্যত বন্ধের মুখে। ঝাড়গ্রাম জেলায় ৪২টি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান রয়েছে। সুরাপ্রেমীরা দোকানের সামনে লম্বা লাইন দিয়ে মদ কিনছেন। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি ৬ বোতল মদ সঞ্চয় করে রাখতে পারেন। প্রতিটি বোতলে মদের পরিমাণ হতে হবে ৭৫০ মিলিমিটার। বিয়ারের ক্ষেত্রে লাইসেন্স ছাড়া ১৮টি বোতল কেনা ও রাখা যায়। রিটেল বিক্রেতা দেশি মদের ক্ষেত্রে কোনও ক্রেতাকে ১২ লিটারের বেশি মদ বেচতে পারেন না। বিদেশি মদের ক্ষেত্রে এই পরিমাণ সর্বাধিক ৩৬ লিটার হতে পারে।ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তরের এক আধিকারিকের কথায়, লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলি সরকারের নির্দেশিকা পালন করছে কি না, তার নজরদারি করা হয়। এবার উৎসবের মরশুমে মদের বিক্রিবাটা অনেকটাই বেড়েছে। জেলায় মদ বিক্রির আবেদনের সংখ্যাও বাড়ছে। সেসব আবেদনপত্র খুঁটিয়ে দেখে সাইট ভিজিট করে লাইসেন্স দেওয়া হচ্ছে আবেদনকারীকে।